Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫
Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫

র‍্যাম্পে হেঁটে শোবিজে ফিরলেন দীপিকা, স্নিগ্ধ আলিয়াও মুগ্ধ করলেন ফ্যাশনপ্রেমিদের

দীপিকা পাড়ুকোন আলিয়া ভাট ফ্যাশন শো র‍্যাম্প
[publishpress_authors_box]

বলিউডের দুই মেগা তারকা দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভাট। রুপালি পর্দায় তাদের উপস্থিতি মুগ্ধতা ছড়ায় হরহামেশা। তবে এবার এই দুজন একটু ভিন্নভাবে মন জয় করলেন ফ্যাশনপ্রেমিদের।

শনিবার মুম্বাইয়ের এক ফ্যাশন শো’র র‍্যাম্পে হাঁটতে দেখা গেছে এই দুই তারকাকে। ভারতের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির ফ্যাশন হাউজ পা দিয়েছে ২৫ বছরে। আর সেই উপলক্ষে আয়োজিত ফ্যাশন শো-তে আমন্ত্রিত ছিলেন দীপিকা ও আলিয়া।

দীর্ঘদিন দীপিকা ছিলেন মাতৃত্বকালীন অবসরে। আর অবসর ভেঙ্গে বড় পর্দার শুটিং-এ নয়, ফিরলেন র‍্যাম্পে। তাও আবার বাঙালি ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর পোশাকে।   

২০২৪ সালের সেপ্টেম্বরে রনবীর সিং আর দীপিকা পাড়ুকোনের ঘর আলো করে জন্ম নেয় কন্যা দুয়া। কন্যার জন্মের পর এই প্রথম দুর্দান্তভাবে শো-বিজে ফিরলেন দীপিকা।

ফ্যাশন শো-তে তিনি পরেছিলেন সাদা প্যান্ট, ট্রেঞ্চ কোট এবং শ্বেত শুভ্র রঙের টপস এর সঙ্গে হাতে কালো গ্লাভস। গলায় শোভা পাচ্ছিল আইভরি গয়না, চোকার আর রুবি এবং হীরা বসানো পেন্ডেন্ট। র‍্যাম্পে হেঁটে যাওয়ার সময় দীপিকার দিকে ভেসে আসছিল প্রশংসা। অনেকেই তাকে বলছিলেন ‘দ্য আল্টিমেট কুইন’।  

ফ্যাশন শো-র আরেক চমক ছিলেন আলিয়া ভাট। তার চলাফেরায় ঠিকরে বের হচ্ছিল যেন সাহসী দ্যুতি।

তিনি গায়ে জড়িয়েছিলেন কালো মুর্শিদাবাদী সিল্ক শাড়ি। সঙ্গে মাইক্রো (এক ধরনের স্লিভলেস ব্লাউজ)  চোলি । আকর্ষণীয় ওই ব্লাউজে ছিল বেশ সূক্ষ্ম সূচের কাজ, নিপুণভাবে বসানো পাথর এবং হাতে আঁকা অ্যাপ্লিকস। এই পোশাকে আলিয়া যেন স্নিগ্ধ অথচ আভিজাত্যের পরশ ছড়িয়ে দিচ্ছিলেন গোটা ফ্যাশন শো-তে।

সব্যসাচী মুখার্জি তার অভিজাত ডিজাইনের জন্য সুপরিচিত। কলকাতার বাঙালিয়ানা আমেজে এই ফ্যাশন শো’র আয়োজন করেছে সব্যসাচী এবং তার টিম।

বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অনেকেরই পোশাকের ডিজাইন করেছেন বাঙালি এই ডিজাইনার। প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে আনুশকা শর্মা, কে নেই এই তালিকায়!

বলিউড তারকাদের পছন্দের এই ডিজাইনার, আজ নিজের ব্র্যান্ডকে নিয়ে গেছেন আন্তর্জাতিক অঙ্গনে। নিউ ইয়র্কসহ পৃথিবীর পাঁচটি শহরে আছে তার ব্র্যান্ডের শো-রুম। আর হায়দ্রাবাদে একটি জুয়েলারি স্টোর।  

সব্যসাচী মুখার্জী

সব্যসাচী ফ্যাশন ব্র্যান্ডের এই ফ্যাশন শো-তে দীপিকা আর আলিয়া, নিজেদের করে নিয়েছিলেন সমস্ত আলো। র‍্যাম্পে তাদের দাপিয়ে যেন সব্যসাচীর ডিজাইনের জাঁকজমক আর আভিজাত্যই বেশি করে ফুটে উঠেছিল। পুরো অনুষ্ঠানটি ছিল ঐতিহ্য, আভিজাত্য এবং আধুনিকতার নিখুঁত মিশ্রণ, যার কেন্দ্রে ছিলেন দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভাট।

তারকাখচিত এই ইভেন্টে আরও উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর, বিপাশা বসু, রানি মুখার্জি এবং অদিতি রাও হায়দারি।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত