সিরিজের দ্বিতীয় টেস্টের মাত্র দুই দিন গত হয়েছে। এর মধ্যেই ম্যাচের দিক পথ প্রায় ঠিক হয়ে গেল। লর্ডস টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে আরেকটি জয়ের পথে স্বাগতিক ইংল্যান্ড।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৪২৭ রানের জবাবে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ১৯৬ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তুলেছে দিন শেষে ১ উইকেটে ২৫ রান।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে অপরাজিত আছেন ১৫ রান করা বেন ডাকেট ও ২ রান করা অধিনায়ক ওলি পোপ। ৭ রান করে সাজঘরে ফিরেছেন ড্যান লরেন্স। ইংল্যান্ডের লিড বর্তমানে ২৫৬ রান।
আগের দিন সেঞ্চুরি করেছিলেন জো রুট। ১৪৩ রানে থামেন এই ব্যাটার। শুক্রবার ইংল্যান্ডকে আরও একটি সেঞ্চুরি উপহার দেন গাস অ্যাটকিনসন। মাত্র ১১৫ বলে ১১৮ রানের টি-টোয়েন্টি ব্যাটিংয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে লর্ডসের অনার্স বোর্ডে নাম তোলেন এই বোলিং অলরাউন্ডার।
শ্রীলঙ্কা দিনের দুই সেশনের মতো খেলতে পেরেছে। ম্যানচেষ্টার টেস্টে সেঞ্চুরি করা ব্যাটার কামিন্দু মেন্ডিস এই টেস্টের রান পেয়েছেন। তার ৭৪ রান ইনিংসে লঙ্কানদের সর্বোচ্চ। এছাড়া অ্যাঞ্জেলো ম্যাথিউসের ২২, দিনেশ চান্দিমালের ২৩ রানে কোন রকমে দুইশোর কাছে পৌঁছে লঙ্কানরা।