Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

লায়ন-জনসনের রেকর্ডে ভাগ বসালেন কামিন্স

টানা তিন ইনিংসে ৫ উইকেট নিলেন কামিন্স। ছবি : টুইটার
টানা তিন ইনিংসে ৫ উইকেট নিলেন কামিন্স। ছবি : টুইটার
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

গত বছরটা যেখান থেকে শেষ করেছিলেন, নতুন বছরের শরুটাও সেখান থেকে করলেন প্যাট কামিন্স। গত বছরের শেষ টেস্টে মেলবোর্নে দুই ইনিংসেই নিয়েছিলেন ৫টি করে উইকেট। আজ সিডনিতে বছরের প্রথম টেস্টেও পাকিস্তানের বিপক্ষে নিলেন ৫ উইকেট। তাতে পাকিস্তান অলআউট ৩১৩ রানে। জবাবে কোন উইকেট না হারিয়ে ৬ উইকেটে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।

লায়নের যে রেকর্ড এখন কামিন্সের

২০১৭ সালে টানা তিন ইনিংসে ৫ বা বেশি উইকেট নিয়েছিলেন নাথান লায়ন। এরপর ছয় বছর আর কোন অস্ট্রেলিয়ান করতে পারেননি এমন কিছু। আজ সিডনি টেস্টের প্রথম দিন লায়নের সেই কীর্তিতে ভাগ বসালেন কামিন্স।

 ৬১ রানে আজ নিয়েছেন ৫ উইকেট। এর আগে বক্সিং ডে টেস্টে প্রথম ইনিংসে ৪৮ রানে ৫টি আর দ্বিতীয় ইনিংসে ৪৯ রানে নেন ৫ উইকেট।

জনসনের মত কামিন্সও ৫ উইকেট নিলেন ১২ বার

ইনিংসে ৫ বা বেশি উইকেট নেওয়ায় অস্ট্রেলিয়ানদের মধ্যে সবচেয়ে এগিয়ে গ্লেন ম্যাকগ্রা। ‘দ্য পিজিওন’ খ্যাত ম্যাকগ্রা এই কীর্তি গড়েছেন ২৯বার। ডেনিস লিলি এই কীর্তি করেছেন ২৩বার।

৩১৩ টেস্ট উইকেট নেওয়া মিচেল জনসন করেছিলেন ১২বার। আজ তার পাশে নাম লেখালেন কামিন্স। অস্ট্রেলিয়ান অধিনায়কও ইনিংসে ৫ বা বেশি উইকেট নিলেন ১২বার। এজন্য জনসন খেলেছিলেন ১৪০ ইনিংস। আর কামিন্স তার পাশে বসলেন ১০৬তম ইনিংসে।

ইনিংসে সবচেয়ে বেশি ৫ উইকেট নেওয়া অস্ট্রেলিয়ান

বোলার                    ৫ উইকেট

গ্লেন ম্যাকগ্রা             ২৯

ডেনিস লিলি             ২৩

গ্রাহাম ম্যাকেঞ্জি         ১৬

টেরি অ্যালডারমান     ১৪

অ্যালান ডেভিডসন    ১৪

ক্রেগ ম্যাকডারমট     ১৪

মিচেল স্টার্ক            ১৪

প্যাট কামিন্স             ১২

মিচেল জনসন          ১২

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত