Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

লিটনের বুদ্ধিতে স্বস্তির উইকেট

টেস্ট
[publishpress_authors_box]

উইকেট থেকে সহায়তা নেই। স্বচ্ছন্দে ব্যাটিং করে যাচ্ছেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। অনেক কিছু চেষ্টা করেও দুই পাকিস্তান ব্যাটারদের আউট করতে ব্যর্থ বাংলাদেশ বোলাররা। উইকেটের সামনে থেকে হয়নি তাতে কি! উইকেটের পেছনে গ্লাভস হাতে জ্বলে উঠলেন লিটন দাস।

শুরুতে সৌদ শাকিলের মনোবল নাড়িয়ে দিলেন। পেরে তাকে আউট করতেও ভূমিকা রাখলেন। সেঞ্চুরি হাঁকানো শাকিলকে রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিন চা বিরতির ঠিক আগে আউট করে বাংলাদেশ। তাতে ৫ উইকেটে ৩৬৭ রান নিয়ে দিনের দ্বিতীয় সেশন শেষ করে পাকিস্তান।

৯৪তম ওভারে পপিং ক্রিজের বাইরে দাঁড়িয়ে খেলতে থাকা শাকিল আউট হতে পারতেন। হাসান মাহমুদের ডিলেভারি ছেড়ে দিয়ে নিশ্চিন্তেই ছিলেন। কিন্তু বল হাতে ধরার পর সঙ্গে সঙ্গে থ্রো করে স্ট্যাম্প ভেঙ্গে দেন লিটন। সেকেন্ডের মতো সময়ে ব্যাট নামিয়ে এ যাত্রা বেঁচে যান শাকিল।

লিটনের এমন বুদ্ধিদীপ্ত কাজে হকচকিয়ে যাওয়া শাকিল আউট হলেন পরের ওভারেই। মেহেদি হাসান মিরাজের বলে ড্রাইভ করতে গিয়ে বলের লাইন মিস করলেন। হলেন স্ট্যাম্পড।

এবারও কৃতিত্ব লিটনের। তার বিদ্যুৎ গতির স্ট্যাম্পিংয়ে দাগের ভেতরে পা আর নিতে পারেননি শাকিল। থামে ২৬১ বলে ১৪১ রানের দুর্দান্ত ইনিংস। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি করা শাকিল আউট হয়েছেন প্রায় ৬৩ ওভার পর। এই সময়ে ২৪০ রানের জুটি গড়েন রিজওয়ানের সঙ্গে।

বাকি চার ওভার অনায়াসে কাটিয়ে অপরাজিত থেকেই চা বিরতিতে গিয়েছেন রিজওয়ান। শাকিলের মতো তৃতীয় টেস্ট সেঞ্চুরি করা রিজওয়ান ১৯৭ বলে ৯ চার ও ২ ছক্কায় ১৩৪ রান করেছেন। অপর অপরাজিত ব্যাটার ৭ রান করা আগা সালমান।

টেস্টে উইকেটের পেছনে দারুণ সময় কাটছে লিটনের। ইতিমধ্যে পাকিস্তানের ৫ উইকেটের তিনটিতে সরাসরি অবদান আছে তার। অধিনায়ক শান মাসুদ ও বাবর আজমের ক্যাচ নিয়েছেন আগেই। আলাদা ছিল শাকিলকে আউট করা স্ট্যাম্পিং।

বাংলাদেশ কিপারদের মধ্যে কিপিং সামর্থ্যে বাকিদের চেয়ে এগিয়ে লিটন দাস। এই টেস্টে আরও একবার তার প্রমাণ মিলছে।    

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত