Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

লিটন এখন ভারতে

ভারতের প্রো কাবাডি লিগ। ছবি: টুইটার
ভারতের প্রো কাবাডি লিগ। ছবি: টুইটার
[publishpress_authors_box]

চলতি মৌসুমের প্রো-কাবাডি লিগ শুরু হয়েছে ২ ডিসেম্বর। এরই মধ্যে প্রতিটি দলের বেশ কিছু ম্যাচ শেষ হয়ে গেছে। কিন্তু একমাস পর প্রো কাবাডি লিগে খেলতে ভারতে গিয়েছেন বাংলাদেশের জাতীয় কাবাডি দলের খেলোয়াড় লিটন আলী।

ভিসা জটিলতার কারণে লিটন এতদিন ভারতে যেতে পারেননি বলে জানিয়েছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সদস্য এস এম এ মান্নান, “লিটন অনেকদিন ধরে ভারতীয় ভিসার জন্য অপেক্ষা করছিল। খেলা শুরু হয়ে গেলেও সে ভারতের ভিসা পাচ্ছিল না। কিন্তু যখন ভিসা পেল তখন আবার ওর ক্লাব অন্য ভেন্যুতে খেলছিল। বর্তমানে সে তাদের নির্দেশনা অনুসারে বেঙ্গালুরুতে গিয়ে যোগ দেবে।”

লিটন সুযোগটা পেয়েছিলেন গত বছর অক্টোবরে। প্রো কাবাডির নিলামে লিটনকে বেঙ্গালুরু বুলস কেনে ১৩ লাখ রুপিতে। এর আগের মৌসুমেও লিটন প্রো কাবাডিতে খেলেছিলেন। সেবার তিনি অংশ নেন দাবাং দিল্লির হয়ে। নিলামে বাংলাদেশ থেকে আরও বেশ কয়েকজন খেলোয়াড়ের নাম থাকলেও শুধু লিটনকেই কেনে ভারতীয় ক্লাব।

 শেষ পর্যন্ত ভারতে যেতে পেরে উচ্ছ্বসিত লিটন, ‘‘আবারও প্রো কাবাডি লিগে সুযোগ পেয়েছি, এজন্য ভালো লাগছে। সেখানে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে আমার।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত