Beta
বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

শহরগুলো হয়ে উঠছে ‘হিট আইল্যান্ড’ : বাপা

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাপার সংবাদ সম্মেলন। ছবি : সকাল সন্ধ্যা
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাপার সংবাদ সম্মেলন। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

ঢাকার পাশাপাশি দেশের অন্য শহরগুলোও একেকটি ‘হিট আইল্যান্ডে’ পরিণত হয়েছে বলে মনে করেন স্থপতি ইকবাল হাবিব। তার মতে, নব্বইয়ের দশকের পর দেশে অপরিকল্পিত, মানববিচ্ছিন্ন এবং পরিবেশ বৈরি কার্যক্রমের মাধ্যমে দ্রুত নগরায়ণের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। “তাপহাদের তীব্রতা : দায় কার, করণীয় কী” শীর্ষক এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

এতে মূল প্রবন্ধ পাঠ করেন ইকবাল হাবিব।

তিনি বলেন, “বর্তমানে শহরগুলোয় তাপমাত্রা অনুভবের তীব্রতা বেড়েছে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির চেয়ে অনুভবের মাত্রা বেড়েছে। পরিবেশ ও প্রতিবেশের সঙ্গে মানুষের বিদ্বেষপূর্ণ আচরণও তীব্রভাবে বেড়েছে। ফলে জনস্বাস্থ্য ও পরিবেশগত অপূরণীয় ক্ষতি হচ্ছে, তৈরি হচ্ছে অর্ধবিকলাঙ্গ একটি প্রজন্ম।”

দাপদাহ অনুভবের এই তীব্রতা বৃদ্ধির মূল কারণ হিসেবে তিনি দায় দিলেন ভুল নগরদর্শনকে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাপা সভাপতি ড. নুর মোহাম্মদ তালুকদার এবং সাধারণ সম্পাদক আলমগীর কবির।

বাপা বলছে, ঢাকা মহানগরীতে অনুমোদনহীন ভবনের সংখ্যাই ৯৪ শতাংশেরও বেশি। ২০২১ সালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জার্মান রেড ক্রস এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর মিলে একটি যৌথ গবেষণা করে। সেখানে ঢাকার বাড্ডা, গুলশান, মহাখালী, কামরাঙ্গীরচর, মিরপুর, গাবতলী, বাসাবো, বাবুবাজার, হাজারীবাগ, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, উত্তরা, মোহাম্মদিয়া হাউজিং, ফার্মগেটসহ ২৫টি স্থানকে ‘তপ্ত দ্বীপ’ হিসেবে চিহ্নিত করা হয়।

বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, পৃথিবীর উষ্ণতম বছরের রেকর্ড ভাঙতে পারে ২০২৪ সাল। জাতিসংঘের আবহাওয়া সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, গত এক দশকে ভূপৃষ্ঠের তাপমাত্রা গড়ে প্রায় এক দশমিক ৪৫ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। সেইসঙ্গে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনজনিত ‘এল নিনো’র প্রভাব, বাংলাদেশে চরমভাবাপন্ন পরিবেশ ও আবহাওয়ার সৃষ্টি হয়েছে। এর ফলে ষড়ঋতুর এই দেশে ঋতু পরিবর্তনে অসঙ্গতি দেখা দিচ্ছে।

বাংলাদেশে বনভূমি উজাড় হওয়ায় পরিবেশের ভারসাম্যহীনতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বহুগুণে বেড়ে যাচ্ছে বলেও উল্লেখ করা হয়।

সভাপতির বক্তব্যে নুর মোহাম্মদ তালুকদার বলেন, “দেশে বিপরীতমূখী উন্নয়ন চলছে, যা জীবনের জন্য হুমকির কারণ। যশোর রোডের গাছগুলো কাটার পাঁয়তারা চলছে, একইভাবে গত বছর ধানমন্ডির সাত মসজিদ গাছগুলো কাটা হয়েছে।”

বাংলাদেশ যদি প্রতিজ্ঞা করে পদ্মা সেতু নির্মাণ করতে পারে, তাহলে প্রতিজ্ঞা করে কেন পরিবেশ রক্ষা করতে পারবে না, সে প্রশ্নও তোলেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত