Beta
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
Beta
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

শান্ত থাকুন, বিজয় যেন হাতছাড়া না হয় : ড. ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস
ড. মুহাম্মদ ইউনূস
[publishpress_authors_box]

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে যাওয়া শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, কোনও প্রকার ভুলে বিজয় যেন হাতছাড়া না হয়।

বুধবার ইউনূস সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দেশবাসীর উদ্দেশ তার এই বক্তব্য পাঠানো হয়। এর আগে আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা আসছেন।

সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়- ড. ইউনূস দেশবাসীর উদ্দেশে বলেছেন, “আমি সাহসী ছাত্রদেরকে অভিনন্দন জানাই যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে যাঁরা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন।

“আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যব্যবহার নিশ্চিত করি। আমাদের কোনও প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়।”

বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ড. ইউনূস আরও বলেছেন, “আমি সকলকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি এবং ছাত্র ও দলমত নির্বিশেষে সকলকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি।

“আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত। অকারণ সহিংসতা করে এই সুযোগটি আমরা হারাতে পারি না। সহিংসতা আমাদের সকলেরই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সকলে শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন।”

অধ্যাপক ড. ইউনূস দেশবাসীকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে বলেছেন, “অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশেপাশের সকলকে শান্ত থাকতে সহায়তা করুন।”

দেশে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে গতকাল মঙ্গলবার।

রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান এবং ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন।

তবে ঠিক কবে ড. ইউনূস শপথ গ্রহণ করবেন এবং দায়িত্ব পালনে কতজন সহকর্মীকে সঙ্গে পাবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। অবশ্য ২৪ ঘণ্টার মধ্যেই তা প্রকাশ হবে বলে আশা প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জুলাইয়ে আন্দোলনে নামা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন-পীড়নের শিকার হওয়ার পর গত শনিবার সরকার পতনের এক দফা দাবি তোলে।

তার দুই দিনের মাথায় সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বিদেশে চলে যান। উদ্ভূত পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জানান, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। সে লক্ষ্যে মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত