Beta
বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

শান্ত মেনে নিলেন ব্যাটাররা পারছেন না

শান্ত
[publishpress_authors_box]

যুক্তরাষ্ট্রের বিপক্ষে মুখোমুখি হওয়া প্রথম টি-টোয়েন্টিতেই ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। আর সব হারের মতো এবারও ব্যর্থতার কারণ ব্যাটিং। ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও তা মেনেও নিলেন। অকপটেই বললেন ভালো (স্পোর্টিং) উইকেটে খেলার অনভ্যস্ততার কারণে রোন পাচ্ছেন না ব্যাটাররা।

অধিনায়ক হয়েও শান্ত পুরোপুরি অফফর্মে। ২০২২ বিশ্বকাপে দলের সেরা স্কোরারের এখন রানের খোঁজে। সবশেষ বিপিএলেও খুব একটা ভালো করেননি। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সিরিজেও শান্তর একই অবস্থা। সেই সঙ্গে লিটন দাসও নিজেকে মেলে ধরতে পারছেন না।

টপঅর্ডারে গুরুত্বপূর্ণ এ দুই ব্যাটারের ব্যর্থতায় প্রভাব পড়ছে দলের ব্যাটিং পারফরম্যান্সে। বড় শট নিতে গিয়ে উইকেট ছুঁড়ে আসছেন শান্তরা। এই চেষ্টাটা অবশ্য অধিনায়কের কাছে ভুল কিছু নয়। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ শেষে শান্ত বলেছেন, “মানসিকতায় ভুল ছিল না। আমরা বড় রান করার জন্যই খেলেছি। কিন্তু আমরা জিম্বাবুয়ে সিরিজেও ভালো (স্পোর্টিং) উইকেটে খেলিনি। তাই এখানে ব্যাটাররা এখানে পারছে না। কিন্তু এটা পুরোপুরি মানসিকতার বিষয়। ব্যাটাররা অবশ্যই রানে ফিরবে।”

ব্যাটিং ব্যর্থতার কারণে ২০ রানের মতো কম হয়েছে বলে মনে করেন শান্ত।

এদিকে যুক্তরাষ্ট্রকে ম্যাচ জেতানো হারমিত সিংয়ের চিন্তা অন্যরকম। বাংলাদেশ ২০ রান বেশি করলেও তাদের সমস্যা ছিল না। এই স্পিনিং অলরাউন্ডারের বিশ্বাস বর্তমানে টি-টোয়েন্টিতে প্রতি ওভারে ১৩ রানও নেয়া যায়, “আমাদের ওভার প্রতি ৮ রানের মতো দরকার ছিল। আর এখন ওভারে ১২ রানও নেয়া যায়। আমরা অপেক্ষায় ছিলাম ওদের শেষ ওভারে কে বোলিং করে। কারণ ওদের পেসারদের বোলিংয়ের কোটা শেষ হয়ে গিয়েছিল। আমরা সত্যি আনন্দিত যে ম্যাচটা জিতেছি। বাংলাদেশকে সহজে আমাদের পাশকাটিয়ে যাওয়ার সুযোগ দেইনি।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত