কোটা প্রসঙ্গ ঘিরে শুরু হয়ে এক দফাতে ঠেকা আন্দোলনের পরিণতি ছিল গত ৫ অগাস্ট টানা চার বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পতন। এরপরই উল্লাসে ফেটে পড়ে ছাত্র-জনতা। এই বিজয়ের আনন্দে যোগ দেন তারকারাও
গত ১৬ জুলাই অপু বিশ্বাস লাল রঙের ব্যাকগ্রাউন্ডে সাদা হরফে ‘সহিংসতা কাম্য নয়…’ লিখে পোস্ট করেন। পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়ার পর ছাত্র আন্দোলনকারীদের উল্লাসের ক্ষণে অর্থ্যাৎ ৫ অগাস্ট জাতীয় পতাকার ছবি পোস্ট করে এই নায়িকা লেখেন, “রেসপেক্ট অ্যান্ড লাভ ফর বাংলাদেশ স্টুডেন্টস।”
টেন মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতাও নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিক ওই দিন পথে নেমে উল্লাসে যোগ দেওয়ার ছবি পোস্ট করে লিখেছেন, “আমার বাংলাদেশ।”
এই তরুণ উদ্যোক্তা পরে আরও একটি পোস্ট করে লেখেন, “সবাইকে অনুরোধ করছি, উদযাপন করতে গিয়ে আমরা যেন কোনোভাবেই রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করি।”
নগর বাউল ব্যান্ডের ভোকাল জেমস একই দিন বিকালে নিজের ফেইসবুক টাইমলাইনে ‘জয় তরুণের জয়’ গানের ভিডিও পোস্ট করেন।
শেখ হাসিনার পদত্যাগের দিন টিভি ও চলচ্চিত্রের অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ফেইসবুকে আন্দোলনের ছবি পোস্ট করে লেখেন, “স্বাধীন দেশে স্বাগতম!”
সেদিনই লাল ব্যাকগ্রাউন্ডের স্ট্যাটাসে ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজ তারকা জিয়াউল ফারুক অপূর্ব বলেন, “একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার…।”
‘দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে জানিয়ে’ মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’ প্রেক্ষাগৃহে প্রদর্শনে নিষিদ্ধ হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে। প্রায় চার বছর ধরে ঝুলে থেকে ২০২৩ সালে ওটিটিতে আসে এই সিনেমা।
মোস্তফা সরয়ার ফারুকী গত ৫ অগাস্ট ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন, “৩৬ জুলাইয়ে স্বাধীন দেশে স্বাগতম!”