Beta
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
Beta
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

শ্রীলঙ্কা জেতায় জিতে গেল বাংলাদেশও

406515
[publishpress_authors_box]

ম্যাচ শ্রীলঙ্কা ও আফগানিস্তানের, অথচ চিন্তা বাংলাদেশের। কে জিতবে, কে হারবে, কত রানেই বা ম্যাচের ফল নির্ধারণ হবে তা নিয়ে হিসেব চলল সামাজিক যোগাযোগ মাধ্যমে। দিন শেষে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হতাশ হতে হয়নি। শ্রীলঙ্কা ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে। সুপার ফোর নিশ্চিত করেছে তারা, সেই সঙ্গে বাংলাদেশকেও টেনে নিয়েছে।

দারুণ দোলাচলে থাকা ম্যাচটিতে বাংলাদেশের এশিয়া কাপ ভাগ্যও দুলকে থাকে দুই দিকে। সমীকরণটা শুরুতে সহজ ছিল, শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ শেষ চারে যাবে। আফগানিস্তান জিতলে স্বপ্ন শেষ। ম্যাচ শেষে অবশ্য আর পয়েন্ট তালিকায় তাকাতে হয়নি শ্রীলঙ্কা জেতায় জিতে গেল বাংলাদেশও।

ম্যাচের শুরুতে বাংলাদেশের পক্ষে ছিল সব। ৭৯ রানে আফগানদের ৬ উইকেট তুলে নেয় শ্রীলঙ্কানরা। এরপর ২২ বলে ৬০ রানে মোহাম্মদ নবি বাংলাদেশের কপালে চিন্তার ভাজ ফেলেন। সঙ্গে ছিলেন ২৩ বলে ২৪ রান করা রশিদ খান। নবির ব্যাটে ভর করে ৮ উইকেটে ১৬৯ রান তোলে আফগানিস্তান।

এবার শুরু হয় আফগানদের জিতিয়ে দেওয়ার হিসেব। রান রেটের মারপ্যাঁচ মতো শ্রীলঙ্কাকে ১০১ রানে অলআউট করতে হবে রশিদ খানদের। তবেই বাংলাদেশের সম্ভাবনা। এই হিসেবে মন খারাপ বাংলাদেশের। শ্রীলঙ্কানরা ১৭০ করতে ব্যর্থ হলেই সব শেষ।

লঙ্কার ইনিংসে ৪৭ রানে ২ উইকেট হারালেও কুশল মেন্ডিস একপ্রান্ত আগলে রাখায় খুব ভয়ের কিছু ছিল না। শেষদিকে রান রেটে বেড়ে গিয়েছিল। কিন্তু কামিন্দু মেন্ডিস উইকেটে গিয়ে ১৩ বলে ২ ছক্কায় ২৬ রানের ক্যামিও খেলে দলকে জেতার। লঙ্কানরা ৪ উইকেটে ১৭১ রান করে ম্যাচ জেতে। কুশল মেন্ডিস অপরাজিত থাকেন ৭৪ রানে।

এই জয়ে বি গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ উঠল সুপার ফোরে। এ গ্রুপে থেকে আসছে ভারত ও পাকিস্তান। এশিয়া কাপে বাংলাদেশের তাই আরও তিনটি ম্যাচ নিশ্চিত।  

আরও পড়ুন

সর্বাধিক পঠিত