Beta
সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
Beta
সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

সকালে পিচ দেখেই শান্তরা জয়ের স্বপ্ন দেখেছিলেন

Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বের যে কোন ভেন্যুতে টেস্টের পঞ্চম দিনের পিচে ব্যাট করা কঠিন। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডিও এর ব্যতিক্রম ছিল না। গত চারদিন ব্যাটিং সহায়ক হলেও পঞ্চম দিন স্পোর্টিং হয়ে ওঠে। তাতে দিনের শুরুতেই পিচ দেখে জয়ের স্বপ্ন দেখেন নাজমুল হোসেন শান্তরা।

বাংলাদেশের চেয়ে প্রথম ইনিংসে ১১৭ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন ২৩ রান করেছিল পাকিস্তান। পঞ্চম দিন বাংলাদেশকে আত্মবিশ্বাসী করে তোলে ৯৪ রানের লিড। সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, “আজকের সকালে পিচ দেখার পর আমাদের মনে হয়েছিল যে আমরা জিতবো। কারণ আগেরদিন বিকেলেই বল একটু উঁচু-নিচু হচ্ছিল। আজ সকালে স্পিন আরও ধরবে বলে মনে হয়। তাছাড়া আমরা ৯৪ রানে এগিয়ে ছিলাম। আমরা যদি ভালো জায়গায় বল ফেলতে পারি তবে পাকিস্তান ব্যাটারদের কাজ কঠিন হবে। ভালো ব্যাপার হলো তেমনটাই হয়েছে।”

এছাড়া এই জয়ে টেস্টে দলের আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে বলে বিশ্বাস রাখেন অধিনায়ক। এই টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে বিদেশের মাটিতে ভালো করার পরিকল্পনায় প্রাথমিক সফল হয়েছেন বলেও জানালেন শান্ত।

অধিনায়ক বলেছেন, “আসলে আমরা দেশের বাইরে খুব বেশি ম্যাচ জিতি না। নিউজিল্যান্ডের বিপক্ষে নেলসনে জেতা ম্যাচের পর আর জিতি নাই। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা পরিকল্পনা করেছিলাম যে কিভাবে দেশের বাইরের টেস্টগুলোতে আরেকটু ভালো করতে পারি। ড্র করা বা জেতা, সত্যি কথা বলতে আজকের এই জয় আমাদের পরিকল্পনায় সফলতা এনে দিবে। আমরা এ থেকে সামনের ম্যাচগুলোতেও ভালো কিছু করতে পারব।”

৩০ আগস্ট থেকে সিরিজের দ্বিতীয় ম্যাচে একই মাঠে নামছে বাংলাদেশ-পাকিস্তান। প্রথম ম্যাচের জয় আজকেই ভুলে গিয়ে দ্বিতীয় ম্যাচের প্রস্তুতিতে নামার কথা জানিয়েছেন শান্ত।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত