পেশাগত কাজের ক্ষেত্রে সাংবাদিকদের বিরুদ্ধে মামলাগুলো প্রথমে প্রেস কাউন্সিলে যাওয়া উচিৎ বলে মনে করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম।
কোনো সাংবাদিককে গ্রেপ্তারের আগে প্রেস কাউন্সিলের সঙ্গে কথা বলে নেওয়ার পক্ষেও বলেছেন তিনি।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম বুধবার নিউজ-কন্টেন্ট পোর্টাল সকাল সন্ধ্যার উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে এ নিয়ে কথা বলেন।
ঢাকার মহাখালীতে সকাল সন্ধ্যার কার্যালয়ে ঘরোয়া আয়োজনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের চেয়ারম্যান গোলাম রহমান, জ্যেষ্ঠ সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু, বিসিবির পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম।
এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু হল এডিএন মিডিয়া লিমিটেডের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত সকাল সন্ধ্যা’র।
সকাল সন্ধ্যার সম্পাদক ও প্রকাশক গাজী নাসির উদ্দীন আহমেদ এবং এডিএন মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আকবর চৌধুরী অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান।
বিচারপতি নিজামুল হক নাসিম সাংবাদিকদের দায়িত্বশীলতার উপর জোর দেওয়ার পাশাপাশি বলেন, “আমার ব্যক্তিগত মতামত, সাংবাদিকদের বিরুদ্ধে মামলাগুলো প্রথমে প্রেস কাউন্সিলে আসা উচিৎ।
“প্রেস কাউন্সিল যদি দেখে মামলাটি দায়রা জজ কোর্টের তাহলে সেখানে যাবে, খুন বা অন্য অপরাধ হলে সংশ্লিষ্ট কোর্টে পাঠাবে আর সংবাদ বিষয়ক হলে তার বিচার প্রেস কাউন্সিল করবে।”
সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তারের আগে অনুমতি নেওয়ার বিধানের দিকটি তুলে ধরে সর্বোচ্চ আদালতের সাবেক এই বিচারক বলেন, “সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তারের আগে সরকারের অনুমতি নিতে হয়, আমার প্রস্তাব সাংবাদিকদের গ্রেপ্তারের আগে প্রেস কাউন্সিলের সাথে কথা বলে নেওয়া হোক।”
প্রেস কাউন্সিলের আইনি সীমাবদ্ধতার দিকটি দেখিয়ে তিনি বলেন, “আইন করা সরকারের দায়িত্ব, আমাদের কাজ তাতে মতামত দেওয়া। কিন্তু আইনটি এভাবে হয়নি। আমরা কথা বলছি, আপনারাও বলুন। আজ না হলেও একদিন নিশ্চয় পরিবর্তন হবে।”
প্রেস কাউন্সিলের আওতায় এখন শুধু মুদ্রিত সংবাদপত্রগুলো থাকলেও অনলাইন ও টেলিভিশনকে এর মধ্যে আনার প্রক্রিয়া চলার কথাও জানান তিনি।
“খসড়া আইন তৈরি আছে, সংসদের ওঠার অপেক্ষা শুধু।”
সাংবাদিকদের পেশাগত কাজে দায়িত্বশীলতার দিকটি স্মরণ করিয়ে দিয়ে বিচারপতি নাসিম বলেন, “কীভাবে পত্রিকার নিউজ ছাপাতে হবে, কী ছাপাতে পারবেন না বা ছাপালে তা কীভাবে ছাপাতে হবে, তা জানতে হবে।
“আমাদের রাষ্ট্রীয় বা সামাজিক ব্যবস্থাপনায় কিছু আইন আছে, যা আমাদের মেনে চলতে হয় এবং আমাদের মেনে চলাও উচিৎ।”
সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু সাংবাদিকদের বর্তমান সময়ের চ্যালেঞ্জের দিকটি মনে করিয়ে দিয়ে বলেন, “ভূয়া খবরের বিরুদ্ধে লড়াই করা একটি চ্যালেঞ্জ এবং অনলাইন পোর্টালের জন্য তা আরও বড় চ্যালেঞ্জ।”
“একটি সংবাদের সত্যতা যাচাই করতে হয়, ব্যালেন্স করতে হয়, যার বিরুদ্ধে অভিযোগ তার বক্তব্য নিতে হয়, এসব নিয়ম মেনে সংবাদ করতে হয়।”
ক্যাব চেয়ারম্যান গোলাম রহমান দুর্নীতি প্রতিরোধ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সাংবাদিকেদর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে অতিথিরা মাউস টিপে সকাল সন্ধ্যার ওয়েবসাইট উন্মোচন করেন। পরে কেক কেটে নিউজ-কন্টেন্ট পোর্টালটির নবযাত্রার উদযাপন হয়, তাতে অংশ নেন প্রতিষ্ঠানটির সব কর্মী।