গত মৌসুম শেষে বসুন্ধরা কিংসের সঙ্গে মতের মিল হচ্ছিল না অস্কার ব্রুজনের। পাশাপাশি কোচের কিছু আচরণও ভালো লাগেনি ক্লাবের। তাই রব উঠছিল এবার অস্কার ব্রুজনের সঙ্গে সুঁতো ছিড়বে কিংসের। বৃহস্পতিবার তা-ই হলো। দুই পক্ষের সমঝোতায় কিংস অধ্যায়ের পাঠ চুকিয়ে দিলেন ব্রুজন। এক বার্তায় চুক্তি শেষ করার খবর জানিয়েছেন তিনি নিজেই।
কিংসের কোচ হিসেবে দেশের ফুটবলে ৬ বছর কাটিয়েছেন এই স্প্যানিশ কোচ। তার কোচিংয়ের সময়ে ক্লাবটি বাংলাদেশ ফুটবলের সেরা দলে পরিণত হয়েছে। সবশেষ সাফল্য রেকর্ড ট্রেবল জয় ও টানা চারবারের লিগ শিরোপা জয়ের ইতিহাস। ব্রজনের অধীনে মোট ১১টি শিরোপা জিতেছে কিংস। প্রথমবার এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলার গৌরবও পেয়েছে তারা।
ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ব্রুজন তার বার্তায় লিখেছেন, “বসুন্ধরা কিংসের সঙ্গে আমার ৬ বছরের সাফল্যময় সময়টা শেষ হলো, যেখানে এ মৌসুমে গৌরবান্বিত এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলার আনন্দও আছে। আমরা ইতিবাচক ভাবে সমঝোতায় পৌঁছেছি এবং দুইপক্ষ নিজেদের সকল সন্তুষ্টি নিয়ে নতুন পথ বেছে নিয়েছি। আমার মনে হয়েছে এটাই নতুন চিন্তা করার সঠিক সময়। স্বতস্ফুর্ত আলোচনায় দুই পক্ষ থেকে এ বিষয়টি সামনে আসার ব্যবস্থা করায় কিংস পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
বাংলাদেশে নতুন ফুটবল সংস্কৃতি তৈরির বিষয়টি উল্লেখ করে ব্রুজন আরও বলেছেন, “আমরা বাংলাদেশের ফুটবলে নতুন বৈচিত্র্য এনেছি। যার লক্ষ্য ছিল লম্বা সময়ের উন্নতি এবং ফল নির্ভর ফুটবল। আমার বিশ্বাস আমাদের সকল পরিশ্রম সুফল বয়ে এনেছে। আমি এই ক্লাবকে শুভকামনা জানাই। ভবিষ্যতেও তারা এক দল হয়ে লক্ষ্য অর্জন করুক, যা আমার এই ৬ বছরে হয়ে এসেছে। এখন সময় হয়েছে বিদায় বলার এবং আমি কিংসের সকল স্মৃতি মনে নিয়ে ফিরবো।”