Beta
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
Beta
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

সস্তা রোদচশমা করছে চোখের ক্ষতি?

sunglasses-150724
[publishpress_authors_box]

ঘর থেকে বাইরে পা রাখতেই চোখের উপর সানগ্লাস বসিয়ে না নিলে যেন নিজেকে সম্পূর্ণ মনে হয় না!

শুধু রোদ থেকেই নয়, পাপারাজ্জি থেকে নিজেকে আড়াল করতেও তারকারা রোদচশমা পরে থাকেন।  

ঝাঁ চকচকে শপিং মলে দামি ব্র্যান্ডের রোদচশমা মেলে। আবার ফুটপাতেও বসে রঙিন রোদচশমার পসরা। ফ্যাশনপ্রেমীরা চান একেকদিন একেক রকমের রোদচশমা চোখে পরতে। সাশ্রয়ী হতে অনেকে তাই কম দামেও কিনে নেন শখের রোদচশমা।

১৮ শতকের দিকে ইংরেজি ডিজাইনার জেমস এইচকফ চোখে ভালো দেখার জন্য সানগ্লাসের উদ্ভাবন করেন। বিশেষজ্ঞের বরাতে ইন্ডিয়া টুডে বলছে, কম দামী রোদচশমায় হতে পারে চোখের ক্ষতি।

ইনস্টাগ্রামে রিল পোস্ট করে ভারতীয় তরুণ চিকিৎসক ইয়োকেশ অরুল বলছেন, ”সস্তা সানগ্লাস চোখের বারোটা বাজাবে।”

কম দামী সানগ্লাসের দোকানের সামনে দাঁড়িয়ে বানানো এই ভিডিও প্রায় ভাইরাল হয়ে উঠেছে ইনস্টাগ্রামে।  

“যদি শুধু ছবি তোলার সময় কম দামে কেনা সানগ্লাস পরে ছবি তোলেন তাহলে ঠিক আছে; কিন্তু রোদে বাইরে গেলে এ ধরনের সানগ্লাস এড়িয়ে চলতে হবে”; এই ছিল ইনস্টাগ্রাম রিলে ওই তরুণের দেওয়া ক্যাপশন।

ইয়োকেশ একাই নন, আরও অনেকে সোশাল মিডিয়াতে পোস্ট করে সাবধান করছেন সস্তা সানগ্লাস নিয়ে।

সোশাল মিডিয়াতে ভালই অনুসারী রয়েছে চিকিৎসক মাহিয়ারের; তিনিও সস্তা সানগ্লাসকে না বলতে চান।

নিম্ন মানের কাচ আলট্রাভায়োলেট রশ্মির ক্ষতিকর প্রভাব ঠেকাতে পারে না। তাই তারারন্ধ্র বা পিউপিল প্রসারণ বেড়ে যায়। এতে করে ক্যাটারাক্ট বা ছানি এবং সোলার রেটিনোপ্যাথি বা রেটিনার ক্ষতি হওয়ার আশংকা থাকে।

একজন বিশেষজ্ঞ হিসাবে অ্যাপোলো স্পেকট্রা মুম্বাই হাসপাতালের চোখের চিকিৎসক নুসরাত বুখারি বলেন, “আসলে সস্তা সানগ্লাস নিম্ন মানের উপাদান দিয়ে বানানো হয়। এ কারণেই তা চোখের সুরক্ষা দিতে পারে না।

“লোকে সানগ্লাস পরে প্রখর রোদ থেকে চোখ বাঁচাতে। রোদে পুড়ে যাওয়া থেকে ত্বক বাঁচাতে যেমন সানস্ক্রিন মাখা হয় তেমনই বিষয়টা। দীর্ঘসময় রোদে থাকলে ক্ষতিকারক রশ্মি দৃষ্টিশক্তির ক্ষতি করে ছানি, টেরিজিয়াম, বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন রোগ হতে পারে।”    

সস্তা সানগ্লাসে চোখের ক্ষতি হওয়া নিয়ে একমত হলেন মুম্বাই শহরে শ্রী ভেঙ্কটেশ আই ইনস্টিটিউটের ব্যবসায়িক অংশীদার এবং ভিট্রিও রেটিনা  বিশেষজ্ঞ প্রাভিন পাতিল।

তার মতে, যতই ঝকমকে দেখাক না কেন, এসব নিম্নমানের রোদচমশা চোখের মারাত্মক ক্ষতি করে।  

চিকিৎসক নুসরাত বলেন, “নেভি মার্চেন্ট বা জেলে পেশার মতো যারা কাজের কারণে দীর্ঘ সময় বাইরে থাকেন, তাদের নিম্ন মানের সানগ্লাস অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষা দিতে পারে না।”

দামি রোদচশমা কি সমাধান?

বিশেষজ্ঞরা বলছেন, সস্তা রোদচশমা চোখে দেওয়া যাবে না। তাহলে দামি রোদচশমা কিনে পরলেই কি ইউভি রশ্মি থেকে চোখ ভালো থাকবে?

বিশেষজ্ঞদের বরাতে সানগ্লাস কেনার আগে কয়েকটি দিক ভেবে নিতে বলছে ইন্ডিয়া টুডে।

মুম্বাই শহরে এক হাসপাতালের অপথালমোলজিস্ট সঞ্জয় রুপায়েল বলেন, “দাম বেশি না সস্তা তার আগে দেখতে হবে কড়া রোদে ওই সানগ্লাসের ইউভি রশ্মি ঠেকানোর সক্ষমতা কতটা বেশি।”

লেন্সের মান, চোখের সঙ্গে সামঞ্জস্য কি না, ফ্রেমের মান, লেন্সের রঙ – এসব ভালো ভাবে যাচাই করে তবেই রোদচশমা কেনা  ভালো।

অনেক রোদচশমার সঙ্গে চোখের ইউভি সুরক্ষা সক্ষমতা জানিয়ে দেওয়া হয়। ইউভি৪০০ থেকে শতভাগ সুরক্ষার কথা বলা আছে, এমন রোদচশমাই কেনা দরকার।

কোনো চোখের ক্লিনিক থেকে লেন্সমিটার দিয়ে রোদচশমার লেন্সের মানও যাচাই করে নেওয়া যায় । সহজে ঘষা লেগে দাগ পড়ে যায়, এমন লেন্স কেনা থেকেও বিরত থাকতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত