কোটা সংস্থারের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চলমান আন্দোলন সহিংসতায় রূপ নিয়েছে। প্রতিদিনই ছাত্র-সাধারণ মানুষদের হতাহতের খবর আসছে। এমন অবস্থায় দেশের ক্রিকেট তারকাদের অবস্থান জানার অপেক্ষায় ছিল তাদের ভক্ত শিক্ষার্থীরা। দেরিতে হলেও এই সহিংসতা বন্ধ চেয়ে ফেসবুক পেজে পোস্ট করেছেন তামিম-মাহমুদউল্লাহ-লিটন দাশরা।
সপ্তাহের শুরুতে কোটা সংস্কারের দাবিতে জোড় আন্দোলন শুরু করে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় আহত হন সাধারণ শিক্ষার্থীরা। এই হামলার পর থেকে সামাজিক যোগযোগ মাধ্যমে নিন্দা জানান সর্বস্তরের মানুষ।
প্রথম দিনই দেশের ক্রিকেটারদের মধ্যে তাওহিদ হৃদয় সবার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার নিন্দা জানিয়েছিলেন। হৃদয় নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এরপর শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিবও সহিংসতা বন্ধের আহবান জানান।
কিন্তু দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা ছাত্রদের প্রতি সমবেদনা না জানোনোয় রোষ উঠে শিক্ষার্থীদের মাঝে। সামাজিক যোগযোগ মাধ্যমে তারা সমালোচনা করেন মুশফিকুর-মাশরাফি-তামিম-সাকিব-মাহমুদউল্লাহদের।
এই অবস্থায় বুধবার সকালে মুশফিকুর রহিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের ওপর হামলা হওয়ায় সমবেদনা জানান এবং এই সহিংসতা বন্ধের আহবান জানান। এরপর একই দিনে তানজিদ হাসান তামিম, নুরুল হাসান সোহান, তীরন্দাজ রোমান সানারা সহিংসতা বন্ধের আহবান জানান।
ওই দিনই তামিম-সাকিব-মাশরাফি ও মাহমুদউল্লাহদের নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমের সমালোচনা আরও বেড়ে যায়। এমন অবস্থায় বুধবার রাতের দিকে একে একে কোটা সংস্কার নিয়ে চলমান সহিংসতা বন্ধের আহবান জানিয়ে স্ট্যাটাস দিতে থাকেন জাতীয় তারকারা।
মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন সৈকতরা নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সহিংসতা বন্ধের আহবান জানান।
তবে দেশের এই পরিস্থিতি নিয়ে এখনও কোন কিছু বলা হয়ে ওঠেনি মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের।