দিনভর হৈ-হুল্লোর আর নানা আয়োজনের সঙ্গে থাকে ঘুড়ি ওড়ানোর খেলা। পুরান ঢাকার আকাশ এদিন দখল করে নেয় নানা রঙের ঘুড়ি। ছবি : হারুন-অর-রশীদ সাকরাইন ঘিরে সবচেয়ে বেশি আকর্ষণ থাকে শিশু কিশোরদের। ১০ টাকার ঘুড়িও যেমন পাওয়া যায়, আছে ৩০০ টাকা দামেরও ঘুড়ি। ছবি : হারুন-অর-রশীদশুধু বাহারি রং নয়, এসব ঘুড়ির ডিজাইনও বাহারি। শিশুদের জন্য রয়েছে কমিক চরিত্রের আদলে বানানো ঘুড়ি। ছবি : হারুন-অর-রশীদশুধু তো ঘুড়ি কিনলেই হবে না, লাগবে আনুষঙ্গিক আরও অনেক কিছু। চলছে সেসবের কেনাবেচা। ছবি : হারুন-অর-রশীদপৌষ সংক্রান্তির দিনে ঢাকার অন্য অঞ্চল থেকেও হাজার হাজার মানুষ ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব দেখতে ভিড় জমান পুরান ঢাকায়। ছবি : হারুন-অর-রশীদ