চলতি বিশ্বকাপে এখনো বিবর্ণ সাকিব আল হাসান। ব্যাটও হাসছে না, বলও ঘুরছে না। দুই ম্যাচ মিলিয়ে ৪ ওভারে ৩৬ রান দিয়ে উইকেটহীন আর ব্যাটে রান মাত্র ১১। এই পরিসংখ্যান নিশ্চিতভাবে দলের সেরা অলরাউন্ডার ও অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে একদম বেমানান।
এ নিয়ে বাংলাদেশের সমর্থকরা যখন দুশ্চিন্তায় তখন নাজমুল হোসেন শান্তর কোনও চিন্তা নেই। নেদারল্যান্ডসের বিপক্ষে ডি গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচের আগে এমন মনোভাব দেখিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
সাকিব বিশ্বমানের ক্রিকেটার। তাই সময়তো জ্বলে উঠবেন এমনটাই আশা অধিনায়কের। বলেছেন, “সাকিব ভাইয়ের পারফরম্যান্স নিয়ে দলের কেউই চিন্তিত নয়। এ বিষয়ে কেউ কিছু বলতেও চায় না। আমরা জানি, বছরের পর বছর ধরে কত ভালো ক্রিকেট খেলে আসছেন তিনি। দলের জন্য তার প্রত্যাশা অনেক বেশি। উনি পরিশ্রম করছেন, চেষ্টা করছেন। আমি বলছি না যে সে পরের ম্যাচেই কামব্যাক করবে। সে ভালো অবস্থায় আছে কালকের (আজকের) ম্যাচেই ডেলিভার করবে।”
গত ওয়ানডে বিশ্বকাপে চোখের সমস্যা নিয়েই খেলেছিলেন সাকিব। বিশ্বকাপের পর লম্বা বিশ্রাম শেষে বিপিএল দিয়ে ফিরতে গিয়ে বিপত্তিতে পড়েন। বিপিএল চলাকালীন ইংল্যান্ডে গিয়ে চিকিৎসক দেখান। ফিরে এসেও স্বচ্ছন্দে খেলতে পারছিলেন না। অনেক পরিশ্রম করে তবেই কিছুটা উন্নতি হয়েছিল।
এরপর থেকে ব্যাটিংয়ের সময় সাকিবের মাথার পজিশন একটু ব্যতিক্রম থাকে। বাম হাতি ব্যাটার মাথা একটু ডানদিকে করে বল ফেস করেন। নাজমুল শান্ত বলছেন সেসব কোন কিছুই না, “না, উনার চোখের সমস্যা আছে বলে আমি মনে করি না। সব ঠিকঠাক আছে। অনুশীলনে ব্যাটিং বোলিং স্বচ্ছন্দে করছেন। এই ফরম্যাটে ১-২টা ইনিংস খারাপ যেতেই পারে। এটা নিয়ে বাড়তি চাপ আমি অনুভব করছি না, সাকিব ভাইও চাপ নিচ্ছেন না। কারণ উনি অনেক অভিজ্ঞ, খুব ভালো ভাবেই কামব্যাক করবেন।”