দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে সাকিব আল হাসান খেলবেন কিনা তা বিরাট প্রশ্ন হয়ে ছিল। বিসিবি প্রধান ফারুক আহমেদ বলেছিলেন দেশের বাইরে থেকে সাকিব খেলে যেতে পারবেন কিনা তার সিদ্ধান্ত হবে ভারত সিরিজের পর। এর আগেই সাকিবের অবসর সিদ্ধান্তে ঘটনা ভিন্ন দিকে গড়ালো।
কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট পূর্ব সংবাদ সম্মেলনে সাকিব টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ঘরের মাঠে শেষ টেস্ট খেলার ইচ্ছার কথা জানিয়েছেন যদি নির্বিঘ্নে বাংলাদেশে ফেরা ও দেশ ত্যাগ নিশ্চিত হয়। এ ব্যাপারে বিসিবি সমস্ত কিছু দেখছে বলেও জানান সাকিব।
কিন্তু বৃহস্পতিবারই বোর্ড সভা শেষ করে বিসিবি প্রধান ফারুক আহমেদ জানিয়েছেন ভিন্ন কথা, “সাকিবের নিরাপত্তা আমাদের বা বিসিবির হাতে না। নিরাপত্তা সরকার থেকে আসতে হবে। তার নিজের (সাকিব) সিদ্ধান্ত নিতে হবে। বোর্ড থেকে এই মুহূর্তে কিছু বলতে পারবোনা। ব্যক্তিগত একজনকে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য নাই আমাদের (বিসিবি)।”
সাকিবের নিরাপত্তার বিষয়টি আসছে তার গ্রেফতার হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে। সাকিবের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে গত আগস্টে সরকার পতনের পর। এছাড়া শেয়ারবাজার ক্যালেঙ্কারিতে সাকিবের ওপর ৫০ লাখ টাকা জরিমানাও হয়েছে।
তাহলে দেশে ফেরার ব্যাপারটি এখন সাকিবের নিজের সিদ্ধান্ত। বাংলাদেশ সরকার এ ব্যাপারে কি সিদ্ধান্ত জানায় তার ওপর নির্ভর করছে সাকিবের ফেরা। তাহলে কানপুরেই কি শেষ টেস্ট খেলে ফেলছেন সাকিব?
ফারুকের কথায় সম্ভাবনা এমনই, “হতে পারে, যদি সে খেলে।” তবে সাকিব দেশের মাটিতে শেষ টেস্ট খেললে ব্যাপারটা ভালো হবে বলে মনে করেন ফারুক, “সাকিব যদি এখান থেকে শেষ টেস্ট খেলতে পারে, ওর মত আমিও বিশ্বাস করি এর থেকে ভালো কিছু হতে পারে না। কিন্তু ওকে নিরাপত্তা দেয়ার বিষয়টা উচ্চ পর্যায় থেকে আসতে হবে।”
তবে সাকিবের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন ফারুক। নিজে থেকেই সিদ্ধান্ত নিয়েছেন নিজের অবসরের। এবার দেশে ফেরার সিদ্ধান্তটাও সাকিবকেই নিতে হচ্ছে।