ভোটের প্রচারণায় শুক্রবার দিনটাই সময় পাবেন প্রার্থীরা। ঠিক এই সময়ে শেষ ওভারের স্লগ শট খেললেন সাকিব আল হাসান। নিজের ভোটের প্রচারণায় পাশে পেলেন মাশরাফি বিন মর্তুজাকে। জাতীয় দলের অনুজ সতীর্থের জন্য মাশরাফিও নিজের প্রচারণা রেখে ছুটে এলেন মাগুরায়।
জাতীয় দলের ক্রিকেটারদের শুভেচ্ছায় মাগুরা ১ আসনে সাকিবের প্রচারণা দারুণ জমে উঠেছে। ১৮ ডিসেম্বর থেকে সময়ে সময়ে ক্রিকেট তারকারা যাচ্ছেন সাকিবের শহরে। পাশে থাকছেন, ক্রিকেট খেলছেন, ভোট চাইছেন বিশ্বসেরা তারকার জন্য।
তবে সবচেয়ে চমকপ্রদ ছিল মাশরাফির যোগ দেয়া। সাবেক অধিনায়ক নিজে লড়ছেন নড়াইল ২ আসনের জন্য। অবশ্য তার প্রতিদ্বন্দ্বী লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন মাশরাফির প্রতি সম্মান জানিয়ে। তবুও শেষ মুহূর্তের প্রচারণার ব্যস্ততা তো থাকেই।
মাশরাফি সেই ব্যস্ততা থেকে সময় বের করে আজ সকালে এসেছেন মাগুরা। সাকিবের সঙ্গে আগে থেকেই সময় দেয়া রনি তালুকদার, সৌম্য সরকার, সাব্বির রহমানদের সঙ্গে মিলে নৌকার প্রচারণা করেছেন মাগুরা শহরে।
জাতীয় দলের ক্রিকেটার রনি তালুকদার মাশরাফির ঝটিকা সফর নিয়ে সকাল সন্ধ্যাকে বলেন, ‘‘মাশরাফি ভাই বেলা ১২টার দিকে মাগুরা আসেন। সাকিবসহ আমরা সবাই মিলেই তাকে রিসিভ করি। পরে আমাদের গাড়িতে মাগুরা শহরের যতটুকু পারা যায় একসঙ্গে সাকিবের পক্ষে জনসংযোগ করি।’’
রনি আরও যোগ করেন, ‘‘মাশরাফি ভাই তো এমনিতেই জনপ্রিয়। নড়াইলে শুধু না পুরো দেশে। উনি মাগুরা আসায় আমাদেরও ভালো লেগেছে আর মাগুরার মানুষ ব্যাপারটা খুব উপভোগ করেছে। মাশরাফি ভাই খুবই ব্যস্ত মানুষ উনারও প্রচারণা হচ্ছে। তবুও তিনি এসেছেন এতেই আমরা এবং সাকিব খুশি।’’