Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

সাকিবের নতুন পরিচয়

Capture
[publishpress_authors_box]

সাকিব আল হাসানের উপাধি বা পরিচয় একাধিক। এবার সেই তালিকায় যোগ হতে যাচ্ছে সংসদ সদস্যের মতো বিশেষণ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়ী হয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার। ক্রিকেট মাঠের অলরাউন্ডার রাজনীতির মাঠেও বাজিমাত করলেন।

সাকিবের নির্বাচনী এলাকার (শ্রীপুর ও মাগুরা সদরের আংশিক) মোট ১৫২ কেন্দ্রে পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের কাজী রেজাউল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৯৯৩ ভোট।

মাগুরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু নাসের বেগ রবিবার রাতে মাগুরা মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এই বেসরকারি ফল ঘোষণা করছেন। মাগুরা-১ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৪৮৭ জন।

এবার ক্রিকেট মাঠে নতুন পরিচয়ে দেখা যাবে সাকিবকে। মাশরাফি বিন মর্তুজার মতো তিনিও এমপি হয়ে ক্রিকেটের ক্যারিয়ার এগিয়ে নেবেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত