Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

সাকিব পাকিস্তান সিরিজের দলে থাকবেন?

সাকিব-1
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলা সাকিব আল হাসানের এনওসি’র আর কিছু দিন বাকি। ১২ আগস্টের পর তাকে জাতীয় দলে যোগ দিতে হবে। এজন্য দেশে ফিরতে হবে সাকিবকে। কিন্তু প্রশ্ন হলো সাকিব এই মুহূর্তে দেশে ফিরবেন? আর যদি না-ই ফেরেন তবে জাতীয় দলে কি থাকবেন?

সাকিবকে দলে থাকতে হলে দেশে ফিরে ১৭ আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে দল ছাড়ার আগে ক্রিকেটারদের সঙ্গে অনুশীলনের ব্যাপার আছে। অবশ্য সাকিব চাইলে সরাসরি দলে যোগ দিতে পারেন দুবাই থেকে।

জানা গেছে সাকিব ছুটিও চাইতে পারেন। এ ব্যাপারে বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান শাহরিয়ার নাফীস সরাসরি কিছু বলেননি। উল্টো ভাবে জানিয়েছেন, “বিসিবির নির্বাচক কমিটি এখন পর্যন্ত কিন্তু দল ঘোষণা করেনি। দল ঘোষণার পর সে যদি দলে থাকে, তখন একরকম। আর যদি দলে না থাকে তখন তো তার এনওসির কোনো বিষয় আসছে না।”

তবে সাকিব দেশে ফিরলেও তার নিরাপত্তার বিষয় নিয়ে বিসিবির চিন্তা আছে। নাফীস মনে করিয়ে দেন সাকিব এখন আর সংসদ সদস্য নন, শুধুই একজন ক্রিকেটার, “রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন আর সংসদ সদস্য নন। তিনি একজন ক্রিকেটারই রয়েছেন। তবু প্রত্যেক মানুষেরই নিরাপত্তার ব্যাপার আছে।”

কোটা সংস্কার আন্দোলনে সাকিব-মাশরাফিসহ দেশের শীর্ষ ক্রিকেটারদের কাছ থেকে সংহতির দাবি রেখেছিল সাধারণ ছাত্ররা। শুরুতে তাওহিদ হৃদয়-শরিফুল ইসলামরা ফেসবুক পোস্টে ছাত্রদের ওপর হামলা থামানোর দাবি তোলেন। কিন্তু শীর্ষ ক্রিকেটাররা চুপ ছিলেন।

এতে সমালোচনার মুখে পড়তে হয় তাদের। পরে বাকি ক্রিকেটাররা ছাত্রদের ওপর হামলার শেষ চেয়ে ফেসবুকে পোস্ট করেন। কিন্তু নিশ্চুপ ছিলেন আওয়ামীলীগের সংসদ সদস্য সাকিব ও মাশরাফি।

এতে এ দুই ক্রিকেটারের ওপর ছাত্রদের ক্ষোভ উঠেছে। সেই ক্ষোভ তারা উগড়ে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করে। প্রধামন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর আগুন দেওয়া হয় নড়াইলে মাশরাফির বাড়িতে। আর ভাংচুর করা হয় সাকিবের অফিসে।

মাশরাফি এখন জাতীয় দলের অংশ নন। তাই দলের প্রয়োজনে তাকে জনসমুক্ষে আসতে হচ্ছে না। তবে সাকিবকে আসতেই হবে। মিরপুরে অনুশীলনের জন্য হলেও তাকে দেশে আসতে হবে। এখানেই অনিশ্চয়তা, বিসিবিও জানে না সাকিব ১৩ আগস্ট দেশে ফিরবে কিনা।

বুধবার শাহরিয়ার নাফীস জানিয়েছেন, “সাকিব আল হাসানের ১২ আগস্ট পর্যন্ত এনওসি দেওয়া। ১৩ আগস্ট তার আমাদের কাছে রিপোর্ট করার কথা। আজকে ৭ তারিখ।  তার আরও ২-৩ ম্যাচ রয়েছে (গ্লোবাল টি-টোয়েন্টিতে)। আমরা তার সঙ্গে যোগাযোগ করব। তার পরিকল্পনা জানার চেষ্টা করব।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত