Beta
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
Beta
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

সাজেক ভ্যালিতে পুড়ল ২ রিসোর্ট

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির দুটি রিসোর্ট আগুনে পুড়ে গেছে। ছবি: সকাল সন্ধ্যা
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির দুটি রিসোর্ট আগুনে পুড়ে গেছে। ছবি: সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির দুটি রিসোর্ট আগুনে পুড়ে গেছে। একই ঘটনায় একটি বসতঘর ও একটি দোকান পুড়েছে।

বৃহস্পতিবার গভীররাতে সাজেক ভ্যালির কংলাক পাহাড়ে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে ২০২১ সালের ২ ডিসেম্বর সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রের তিনটি রিসোর্ট, দুটি বসতঘর ও একটি রেস্তোরাঁ পুড়ে যায়। 

সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কংলাক পাহাড়ে মেঘছোঁয়া রিসোর্টে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুনের শিখা আশপাশের রিসোর্ট, দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে।


সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, রিসোর্ট-রেস্তোরাঁ মালিক-কর্মচারী ও স্থানীয়দের সহযোগিতায় রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে মেঘছোঁয়া রিসোটের পাশের ফড়িংগি রিসোর্ট, ভূবন ত্রিপুরার বাড়ি ও একটি দোকান পুড়ে গেছে।

সাজেক কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক মিংথাং জাওয়া লুসাই ওরফে জেরি লুসাই বলেন, আগুনে দুটি রিসোর্ট, একটা বাড়ি ও একটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রিসোর্টের পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

জেরি বলেন, মেঘছোঁয়া কটেজটি অনুমোদিত ও সমিতির অন্তর্ভুক্ত। ফড়িংগি নামের কটেজটি নতুন, অনুমোদিত নয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত