Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫

সিটির মাঠে ইনজুরি সময়ে হৃদয়ভঙ্গ আর্সেনালের

ইনজুরি সময়ের শেষ মিনিটে গোল দিচ্ছেন ম্যান সিটির জোনস। ছবি : সংগৃহিত
ইনজুরি সময়ের শেষ মিনিটে গোল দিচ্ছেন ম্যান সিটির জোনস। ছবি : সংগৃহিত
[publishpress_authors_box]

সবশেষ ২০১৫ সালের জানুয়ারিতে ইতিহাদে জিতেছিল আর্সেনাল। ৯ বছর পর সেই স্বাদ আবারও পেতে যাচ্ছিল তারা। ইনজুরি সময়ের শেষ মিনিটে রেফারির বাঁশি বাজার অপেক্ষা। ঠিক সেই সময় জন স্টোনসের গোলে হৃদয় ভাঙে গানারসদের। আরও একবার ম্যানচেস্টার সিটির মাঠে ড্র করে সন্তুষ্ট থাকতে হয়।

রবিবার প্রিমিয়ার লিগের উত্তেজনাকর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। আরলিং হলান্ডের রেকর্ড গড়া গোলে ৯ মিনিটেই এগিয়ে যায় ম্যান সিটি। গোল শোধ দিতে আর্সেনালও বেশি সময় নেয়নি। ডি বক্সের বাইরে থেকে রিকার্ডো কালাফিওরি ফ্রি কিক সদৃশ দুর্দান্ত গোলটি করেন।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই গ্যাবরিয়েল ম্যাগালহাইসের গোলে এগিয়ে যায় আর্সেনাল। কিন্তু ত্রোসা লাল কার্ড দেখলে শেষ ৫৬ মিনিট ১০ জন নিয়ে খেলতে হয় আর্সেনালকে। তবু নির্ধারিত সময় শেষ করে জয়ের ক্ষণ গুনছিল তারা। অথচ ইনজুরি সময়ের অষ্টম মিনিটে জোনস সিটিজেনদের একটি পয়েন্ট এনে দেন।

এই ড্রয়ে ৫ খেলায় ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিটি। সমান ম্যাচে ১১ পয়েন্ট পাওয়া আর্সেনাল চারে।

এদিন এক ক্লাবের হয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর দ্রুততম একশ গোলের রেকর্ড ছুঁয়েছেন হলান্ড। পর্তুগাল লিজেন্ডের মতো তিনিও ১০৫ ম্যাচে শততম গোল করেন। রোনালদো এ কীর্তি গড়েছিলেন রিয়াল মাদ্রিদের হয়ে ২০১১ সালে। হালান্ড সিটির হয়ে।

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে দুই হ্যাটট্রিকে ৯ গোল করে মাত্র চার ম্যাচে রেকর্ড গোলের কীর্তিও এখন হলান্ডের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত