Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

সিরাজের আগুনে ৫৫ রানেই শেষ প্রোটিয়ারা

373527
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

আগেও এমন চমক দেখিয়েছেন মোহাম্মদ সিরাজ। যেদিন নিজের সেরা ছন্দে থাকেন বিপক্ষকে একদম ছারখার করে দেন। দক্ষিণ আফ্রিকায় আবারও সেই দিন পার করলেন আজ। টেস্টে ক্যারিয়ার সেরা স্পেলে স্রেফ উড়িয়ে দিলেন স্বাগতিকদের। তার ১৫ রানে নেওয়া ৬ উইকেটে কেপ টাউন টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৫৫ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা।

আগের টেস্টে হারের প্রতিশোধ নিতে এমনিতেই মরিয়া ছিল ভারত। প্রতিশোধের শুরুটা নির্মম হলো সিরাজের পেসে। তাই  ১৯৩২ সালের পর এত কম রানে অলআউটের লজ্জায় পড়ল দলটি। টেস্টে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন রান ১৮৯৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩০। 

প্রোটিয়াদের এমন লজ্জায় ফেলে নিজেদের রেকর্ড সমৃদ্ধ করেছে ভারত। টেস্টে এর আগে তাদের বিপক্ষে এত কম রানে গুটিয়ে যায়নি কোন দল। শেষবার ২০২১ সালে ভারতের বিপক্ষে সর্বনিম্ন রান ছিল নিউজিল্যান্ডের ৬২। তাদের টপকে লজ্জার রেকর্ডে এক নম্বরে ৫৫ রান করা দক্ষিণ আফ্রিকা।

এদিন প্রোটিয়াদের ইনিংসে ১০ ছাড়ানো স্কোর এসেছে মাত্র দুটি। ডেভিড বেডিংহ্যাম ১২ ও কাইল ভেরেন করেন ১৫। সিরাজের ৬ উইকেট ছাড়া জাসপ্রিত বুমরাহ ও মুকেশ কুমার নেন ২টি করে উইকেট।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত