বাংলাদেশ কি তবে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ হতে চলেছে! নাহ নিশ্চিত করে এখনও তা বলা যাচ্ছে না। মিরাজ-লিটনরা আবার সাফল্য পেতেও পারেন। তবে যে ফরম্যাটে এক সময় হেসে খেলে জয় আসতো সেই ফরম্যাটেই টানা তিনটি সিরিজ হেরে যাওয়া বাংলাদেশ ক্রিকেটের জন্য অশনি সংকেত বলতে হবে।
আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে শনিবার মাত্র ১৯১ রান তাড়া করতে ব্যর্থ হয় বাংলাদেশ। রান তাড়ায় নেমে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে হেরেছে ৮১ রানে। বাংলাদেশকে লজ্জায় ডুবিয়ে এই মাঠে সর্বনিম্ন রান ডিফেন্ড করার রেকর্ড গড়েছে আফগানরা।
এই সিরিজ হারে ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন ভন্ডুল হয়ে গেল বাংলাদেমের। সমীকরণ ছিল আফগানদের বিপক্ষে সিরিজ জিততে হবে। এরপর উইন্ডিজকেও হারাতে হবে। কিন্তু আফগানদের কাছে সিরিজ হেরে সেরা আট দল হয়ে ২০২৭ বিশ্বকাপ খেলার স্বপ্ন কার্যত শেষ বাংলাদেশের।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ওপেনার তানজিদ হাসান তামিমের উইকেট হারায় বাংলাদেশ। ৫ বল খেলে রানের খাতা খুলতে পারেননি তানজিদ হাসান তামিম। আরেক ওপেনার সাইফ হাসান শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে পারেননি। আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে আপার কাট করতে গিয়ে বসির আহমেদের হাতে ক্যাচ দিয়েছেন ডানহাতি এ ব্যাটার। সাইফের ব্যাট থেকে এসেছে ২৩ বলে ২২ রান।
নাজমুল হোসেন শান্ত ফিরেছেন রান আউট হওয়ার হতাশা নিয়ে। তাওহীদ হৃদয় বড় ইনিংস খেলতে পারেননি। ৩৪ বলে ফিরেছেন ২৪ রানে। মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, নুরুল হাসান ছাড়া উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন।
আফগানিস্তানের হয়ে ৮.৩ ওভারে ১৭ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছেন রশিদ খান। ওয়ানডেতে এটি তার ষষ্ঠ ফাইফার। ৭ ওভারে ২৭ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছেন আজমতউল্লাহ ওমরজাই।
টস জিতে আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে আফগানিস্তান। এদিন বেশ দুর্দান্ত ছিলেন টাইগার বোলাররা। রহমানুল্লাহ গুরবাজ-সেদিকুল্লাহ আতালদের উইকেটে থিতু হতে দেননি তানজিম হাসান সাকিব-মেহেদী হাসান মিরাজরা।
তবে স্রোতের বিপরীতে একাই লড়াই করেছেন ওপেনার ইবরাহিম জাদরান। ইনিংসের শুরু থেকেই সাবলীল ব্যাটিং করেছেন তিনি। বাকি ব্যাটাররা যেখানে টাইগার বোলারদের সামনে ভুগেছেন, সেখানে দারুণ ব্যাটিং করেছেন ইবরাহিম। তবে সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে ফিরেছেন ডানহাতি এ ব্যাটার। ১৪০ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ৯৫ রান করে ফিরেছেন ইবরাহিম।
৩০ বলে ২২ রান করেছেন মোহাম্মদ নবী। শেষদিকে ১৮ বলে ২২ রানের ইনিংস খেলেছেন গাজানফার।
বাংলাদেশের হয়ে ১০ ওভারে ৪২ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। দুটি করে উইকেট শিকার করেছেন রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব।



