Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সুপার হিরো হবেন ড্যানিয়েল ক্রেইগ, অভিনয় করবেন কমিক চরিত্র সার্জেন্ট রক-এর ভূমিকায়

Daniel Craig
[publishpress_authors_box]

সুপার হিরো চরিত্র সার্জেন্ট রকের চরিত্রে অভিনয় করবেন জেমস বন্ডের চরিত্রের সাবেক নায়ক ড্যানিয়েল ক্রেইগ। ডিসি স্টুডিওর সঙ্গে তেমনই আলোচনা চলছে তার।

ডিসির সিইও জেমস গান এবং কো-সিইও পিটার সাফরানের পরিকল্পনায় ডিসি চরিত্রদের নিয়ে আছে ডজন খানেক প্রকল্প। জনপ্রিয় চরিত্র সুপারম্যান এবং গ্রিন ল্যানটার্নও আছে এতে। ডিসেম্বরেই মুক্তি পাবে এনিমেটেড সিরিজ ‘ক্রিয়েচার কমান্ডোস’।  

ডিসি ইউনিভার্স এর ‘গডস অ্যান্ড মনস্টার’ হয়ে গেছে একঘেয়ে । অথচ বহু সুপার হিরোর গল্প এখনও পর্দায় তোলার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

২০২২ সালেই সুপার হিরো চরিত্রে অভিষেক ঘটতে যাচ্ছিল ক্রেইগের। কথা ছিল, ‘ডক্টর স্ট্রেইঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’ সিনেমায় অভিনয় করবেন এই নায়ক। অফার পেয়েছিলেন ;বল্ডার দ্য ব্রেভ’ চরিত্রটিতে অভিনয়ের। কিন্তু এই সিনেমা থেকে ক্রেইগ নিজেকে সরিয়ে নিলে চরিত্রটিকেই বাতিল করে দেওয়া হয়।

তবে এবার মনে হয় ডিসি ইউনিভার্সে সুপার হিরো হিসেবে অভিষেক ঘটেই যাবে ড্যানিয়েল ক্রেইগের। তাকে প্রস্তাবিত চরিত্র সার্জেন্ট রকের কোনও অতিমানবিক ক্ষমতা নেই। তবে এই চরিত্রটির অসাধারণ যুদ্ধ দক্ষতা তাকে গত শতকের এর ৭০-এর দশকের জনপ্রিয় কমিক হিরোতে পরিণত করেছে।

সার্জেন্ট রক চরিত্রটি ডিসি ইউনিভার্সের কেবল একটি চরিত্রই হয়ে থাকবে নাকি ব্যাটম্যান এর মতো ফ্র্যাঞ্চাইজ হিসেবে আত্মপ্রকাশ করবে তা নিশ্চিত জানা যায়নি।

ধারণা করা হচ্ছে, ‘ক্রিয়েচারস কমান্ডোজ’ এবং ‘প্যারাডাইস লস্ট’- এর মতো সিনেমায় চরিত্রটিকে যুক্ত করা হতে পারে।  

অনেকেই মনে করছেন, চরিত্রটিতে শেষ পর্যন্ত যদি ড্যানিয়েল ক্রেইগই অভিনয় করেন, তবে ডিসি ইউনিভার্সে সার্জেন্ট রকের মতো সুপার হিরোর অভিষেক খুব সাদামাটা হবার সুযোগ নেই। আর অন্যদিকে পরিচালক হিসেবে শোনা যাচ্ছে লুকা গুয়াডানিনোর নাম। ফলে ক্রেইগ এবং লুকার জুটি সৃজনশীল একটি সিনেমা উপহার দিতে পারবেন বলে চলচ্চিত্র বিশেষজ্ঞদের ধারণা।

তাই সিনেমাপ্রেমীরা আশা করছেন ‘দ্য ব্যাটম্যান’ এর মতোই কিছু ঘটতে যাচ্ছে ডিসি ইউনিভার্সে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত