Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সেঞ্চুরি পাননি ইমন পেয়েছেন রিপন

NCL
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রামের দুই ব্যাটারই স্বচ্ছন্দে এগিয়েছেন সেঞ্চুরির দিকে। অথচ একজন পিছলে পড়েন লক্ষ্য পূরণের ঠিক আগে। কক্সবাজার অ্যাকাডেমি মাঠে তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিন ৯৫ রানে থামতে হয়েছে পারভেজ হোসেন ইমনকে। তবে সঙ্গী সাজ্জাদুল ইক রিপন সেঞ্চুরি করেই মাঠ ছেড়েছেন।

রিপনের ১৮৫ বলে ১৩৯ রানে ঢাকা বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৭১ রান তুলেছে চট্টগ্রাম। ইমন ও রিপন দ্বিতীয় উইকেটে ২২১ রানের জুটি গড়েছেন। বিশাল রানের চাপে পড়ে নিজেদের প্রথম ইনিংসে বিনা উইকেটে ২২ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে ঢাকা।

কক্সবাজারের মূল ভেন্যুতেও সেঞ্চুরি এসেছে। বরিশালের হয়ে রাজশাহীর বিপক্ষে সেঞ্চুরি করেছেন ইফতাখার হোসেন ইফতি। তার ২০৫ বলে ১১৬ রানের পরও মাত্র ২০৫ রানে অলআউট হয়ে যায় বরিশাল।

সিলেট স্টেডিয়ামে আম্পায়ারদের বিরুদ্ধে প্রতিবাদ করে কাটছে খুলনার ক্রিকেটারদের। আগের দিন খুলনার ব্যাটার ইমরুল কায়েসের রান আউট সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হয়। রবিবার ঢাকা মেট্রোর বিপক্ষে এলবিডব্লিউর আউটের আবেদনে সফল না হয়ে মেজাজ হারিয়েছেন ইমরুল। আম্পায়ারের সঙ্গে তর্ক করতেও দেখা গিয়েছে তাকে।

অবশ্য আম্পায়ারের সিদ্ধান্ত বিপক্ষে গেলেও ম্যাচে এগিয়ে খুলনা। প্রথম ইনিংসে তাদের ৩৭৬ রানের বিপক্ষে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২১০ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়েছে ঢাকা মেট্রো। দ্বিতীয় ইনিংসে ১২ রান করেছে তারা।

বগুড়ায় হচ্ছে লো স্কোরিং ম্যাচ। প্রথম ইনিংসে ১৫৮ রান করা রংপুর সিলেটকে কম রানেই বেঁধে ফেলে। ১৮৯ রানে অলআউট করে লিড ৩১ রানের বেশি হতে দেয়নি রংপুর। তাতে অবশ্য লাভ হয়নি। দ্বিতীয় ইনিংসে নেমে তারা ৬৬ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ হারের হুমকিতে আছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত