Beta
সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
Beta
সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

সেমিফাইনাল খেলার লক্ষ্য জ্যোতির

নারী দল
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে পুরুষ দলের ফটোসেশনও একই রকম ছিল। ড্রেসিংরুম থেকে সবাই সবুজ ব্লেজার পরে সুটেড-বুটেড হয়ে আসলেন মিরপুর স্টেডিয়ামের প্রেসবক্স প্রান্তে। সারিবদ্ধ ভাবে বসে-দাঁড়িয়ে একদম অফিসিয়াল ফটোস্যুটে অংশ নিয়েছিলেন।

সব ঠিক আছে, কিন্তু মূল চেয়ারটিতে এসেছে পরিবর্তন। পুরুষদের ফটোসেশনে সেদিন নাজমুল হোসেন শান্তর পাশে ছিলেন নাজমুল হাসান পাপন। মঙ্গলবার নিগার সুলতানা জ্যোতির পাশে ছিলেন ফারুক আহমেদ। বিসিবি প্রধানের চেয়ারে নতুন সভাপতি নিয়েই হয়ে গেলে মেয়েদের ফটোসেশন।

নতুন সভাপতির অধীনে ফটোসেশন হলেও সংবাদ সম্মেলনে নারী অধিনায়কের লক্ষ্যটা নতুন নয়। আগের মতো শেষ চারে খেলার লক্ষ্য জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছে নারী দল। অথচ বাংলাদেশের রাজনৈতিক চিত্র না বদলারে টুর্নামেন্টটি দেশেই খেলতে পারতেন  জ্যোতিরা।

বিদেশের মাটিতে হলেও এই আসরের স্বত্বাধিকারী বাংলাদেশ। তাই নিজেদের আসর হিসেবে দেখছেন ক্রিকেটাররা। ভালো কিছু করার তাড়নাটাও তাই একটু বেশি। সংবাদ সম্মেলনে জ্যোতি জানিয়েছেন, “প্রথমত ম্যাচ জিততে চেষ্টা করব। ২০১৪ ছাড়া একটা বিশ্বকাপেও আমরা একটি ম্যাচও জিততে পারিনি। ভালো ক্রিকেট খেলেছি। তবে ভালো ক্রিকেট খেলার কোনও মানে নাই, যদি আপনি ম্যাচ জিততে না পারেন। অবশ্যই.. সেমিফাইনাল কে না খেলতে চায়।”

বি গ্রুপে বাংলাদেশ ইংল্যান্ড ও উইন্ডিজের মতো শক্তিশালি দলকে পেয়েছে। সঙ্গে নিজেদের শেকে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা এবং সহজ প্রতিপক্ষ স্কটল্যান্ডও আছে। এই স্কটিশ নারী দলের বিপক্ষেই ৩ অক্টোবর প্রথম ম্যাচ বাংলাদেশের।

এই ম্যাচটি আবার জ্যোতিদের জন্য শততম টি-টোয়েন্টি ম্যাচ। মাইলফলকের ম্যাচকে স্মরনীয় করে রাখতে চাইছেন অধিনায়ক, “সেমি-ফাইনালে যেতে হলে শুধু স্কটল্যান্ড নয়, বাকি তিনটা ম্যাচ থেকেও জিততে হবে। প্রতিটি দলের বিপক্ষে ভিন্ন পরিকল্পনা তো অবশ্যই থাকবে। আমরা কিন্তু দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এসেছি টি-টোয়েন্টিতে (তাদের দেশে), তাই তাদের বিপক্ষে আমাদের ভালো অভিজ্ঞতা আছে।”

এ দুই দলের বাইরে ইংল্যান্ড ও উইন্ডিজের সঙ্গে শুধু আইসিসি আসরেই দেখা হয় বাংলাদেশের। অচেনা প্রতিপক্ষ হলেও শারজাহর পিচ আশা জাগাচ্ছে জ্যোতিকে,  “ইংল্যান্ডের সঙ্গে আমাদের বরাবরই শুধু বিশ্বকাপে দেখা হয় এবং খুবই কম খেলা হয়। নতুন প্রতিপক্ষ, ওদের জন্যও কিন্তু কঠিন হতে পারে। শারজাহতে খেলা, আমাদের স্পিন ভালো। কে জানে (কিছু হতেও পারে)…!”

সেই কিছু করতে জ্যোতিদের প্রথম ম্যাচে জিততেই হবে। স্কটিশ নারী দলের সঙ্গে খেলা শারজাহতে। এ উইকেটে বাংলাদেশ কখনই খেলেনি। অভিজ্ঞতা নিতে চলমান আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজের ম্যাচ দেখছেন।

এতে আশার আলো স্পিন। ইংল্যান্ড ও উইন্ডিজের বিপক্ষে যথাক্রমে ৫ ও ১০ অক্টোবর শারজাহতে স্পিনে ভরসা খুঁজছেন জ্যোতি। ১২ অক্টোবর শেষ ম্যাচ দক্ষিন আফ্রিকার সঙ্গে। গ্রুপের ৫ দলের মধ্যে শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত