Beta
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
Beta
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

সোমবার আসছেন হামজা মঙ্গলবার আসবেন সমিত

Hamza-Shomit
[publishpress_authors_box]

ঘরের মাঠে আবার ফুটবল উন্মাদনা শুরুর অপেক্ষা। আর ক’দিন পর আন্তর্জাতিক ম্যাচ উইন্ডোর ব্যস্ততায় মাতবে বাংলাদেশের ফুটবল। তার আগে দেশের দুই জনপ্রিয় মুখ কবে যোগ দিচ্ছেন দলের সঙ্গে তা বড় প্রশ্ন ছিল। রবিবার অনুশীলনে উত্তর দিলেন কোচ হাভিয়ের কাবরেরা।

হামজা সোমবার ঢাকা ফিরবেন সকাল ১১টা নাগাদ। লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকা আসবেন বাংলাদেশ ডিফেন্ডিভ মিডফিল্ডার। বিকেলে দলের সঙ্গে তার অনুশীলন করার কথা জানিয়েছেন কোচ। আর সমিত ফিরছেন মঙ্গলবার সন্ধ্যায়।

দুই তারকা ফুটবলারকে নিয়ে কোচ জানিয়েছেন, “আমরা সবার কাছ থেকেই আরও একবার সেরা পারফরম্যান্স চাচ্ছি। ঘরের মাঠে তিন পয়েন্ট পাওয়ার আরেকটি সুযোগ পাচ্ছি আমরা। হামজা ও সমিতের কাছ থেকেও আমরা একই পারফরম্যান্স আশা করছি। হামজা সোমবার সকালে আসছে, সব ঠিক থাকলে সে তিনটি অনুশীলন সেশন পাবে। আমরা সমিত আসছে পরশু সন্ধ্যায়। সে একটি অনুশীলন সেশন পাচ্ছে। আমরা তার সঙ্গে কথা বলব এবং সে খেলার মতো ফিট কিনা তা জানবো।”

গতবার সিংগাপুরের বিপক্ষে ঘরের মাঠে তিন পয়েন্ট পাওয়া হয়নি বাংলাদেশের। ড্র’ও করতে পারেনি কাবরেরার দল। এবার হংকংয়ের সঙ্গে আক্ষেপ রাখতে চান না তিনি। হংকংয়ের ফুটবলাররা বেশিরভাগ চাইনিজ সুপার লিগে খেলে। যেখানে শারিরিক শক্তির প্রয়োগ হয় বেশি।

তাদের বিপক্ষে আরেকটি চ্যালেঞ্জিং ম্যাচের অপেক্ষায় থাকা কাবরেরা জানিয়েছেন, “ওরা খুব কঠিন দল। শক্তিশালি দল। ওদের অনেকে চাইনিজ লিগে খেলে, ওদের দলেও বেশ কয়েকজন বিদেশি ফুটবলার আছেন। আমি শুরুতে বলেছিলাম, এই গ্রুপের  সব দল কাছাকাছি। লড়াইও হবে সমান। আমরা তাই খুব চ্যালেঞ্জিং একটি লড়াই আশা করছি।”

আরও পড়ুন

সর্বাধিক পঠিত