Beta
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
Beta
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

সৌম্যর না থাকা সোহানের ফেরা, কারণ একটাই

sohan-7
[publishpress_authors_box]

জাতীয় দলে জায়গা পেতে হলে পারফরম করা লাগে। অটোমেটিক চয়েজ হয়ে অনেক ম্যাচ খেলা যায়, কিন্তু থিতু হওয়া যায় না। সৌম্য সরকার হয়তো সেই বার্তাটা এতদিনে পেয়েছেন। তাই এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন এই ব্যাটার।

আবার একই কারণ, মানে পারফরম করেই দলে জায়গা ফিরে পেয়েছেন নুরুল হাসান সোহান। এশিয়া কাপের দল নিয়ে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন জাতীয় দলের প্রধাণ নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।  

দলে আর কোন অপশন নেই তাই চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে ফিরিয়ে আনেন সৌম্য সরকারকে। একসময় ঢাকা প্রিমিয়ার লিগ একাদশেও সুযোগ না পাওয়া সৌম্য আবারও জাতীয় দলের সেরা একাদশে। চন্ডিকার স্নেহ ভাজনকে সেবার চ্যালেঞ্জ জানানোর মতো কেউ ছিলোও না। নাঈম শেখ, রনি তালুকদার, সাইফ হাসানরা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন।

তবে এবার সৌম্যকে চ্যালেঞ্জ জানানোর মতো দুজন চলে এসেছেন। পারভেজ হোসেন ইমন ও তানজিদ তামিম। দুই ওপেনার ধারাবাহিক রান পাচ্ছেন। একজন এক ম্যাচে খারাপ করলে অপরজন দাঁড়িয়ে যাচ্ছেন ওই ম্যাচে। তাই ওপেনার হিসেবে এখন আর সৌম্য অপরিহার্য নন।

সংবাদ সম্মেলনে এই বার্তা দিয়েছেন প্রধান নির্বাচক, “সৌম্যর অভিষেক হয়েছে ২০১৫ সালে। এখন কিন্তু ১০ বছর হয়ে গেছে। এখন যদি সে নিজের পারফরম্যান্স দিয়ে দলে অপরিহার্য করতে না পারে তাহলে তাকেই বিষয়টা বুঝতে হবে। সব সময় আমরাই বলে দিবো কোথায় কি সমস্যা তা না হয়ে ব্যাপারটা তাদের দিক থেকেও আসতে হবে।”

এদিকে সোহানের দলে ফেরা নিয়ে স্বস্তি ঝড়েছে গাজী আশরাফ হোসেনের কন্ঠে। জানিয়েছেন, “শ্রীলঙ্কা সিরিজেই সোহানকে দলে নেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। কিন্তু ওই সময় লাইক টু লাইক রিপ্লেসমেন্ট না থাকায় তাকে নেওয়ার সম্ভব হয়নি। তবে ওই পজিশনে জাকের আলি ইনজুরিতে পড়ার পর আমরা বিষয়টি নিয়ে ভেবেছি। তাই সোহানকে অন্তর্ভুক্ত করা। তাছাড়া সোহান নিকটঅতীতে ভালো কিছু ইনিংসও খেলেছে।”

এছাড়া মেহেদি হাসান মিরাজের দলে না থাকায় বিষয়টি এই ক্রিকেটারের জন্য ভালো বলেছেন গাজী আশরাফ। এতে মিরাজ টেস্ট ও ওয়ানডে নিয়ে বেশি ভাবতে পারবেন। তবে প্রয়োজনে মিরাজকে যে কোন সময় টি-টোয়েন্টি দলে ফেরানোর সম্ভাবনাও জিইয়ে রেখেছেন প্রধান নির্বাচক।

দল থেকে বাদ পড়াদের মধ্যে নাঈম শেখকে নিয়ে বেশি উদ্বীগ্ন দেখালো প্রধান নির্বাচককে। অনেকদিন পর দলে ফিরে এক সিরিজ পরই বাদ পড়তে হলো নাঈমকে। কিন্তু ওপেনার ও মিডলঅর্ডার হিসেবে দুই ভাবেই দলের প্রয়োজন মেটাতে ব্যর্থ হয়েছেন বলে দলের বাইরে যেতে হলো নাঈমকে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত