Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

‘স্পিড রেসার’ তারকা ক্রিশ্চিয়ান অলিভারের মৃত্যু

ফরেভার হোল্ড ইয়োর পিস সিনেমার পরিচালক নিক লিওন ইনস্টাগ্রামে অলিভারের সাথে শেষ দিনের শুটিংয়ের ছবি পোস্ট করেছেন
ফরেভার হোল্ড ইয়োর পিস সিনেমার পরিচালক নিক লিওন ইনস্টাগ্রামে অলিভারের সাথে শেষ দিনের শুটিংয়ের ছবি পোস্ট করেছেন
[publishpress_authors_box]

পরিবার নিয়ে নতুন বছর উদযাপনে ছুটি কাটাতে গিয়েছিলেন হলিউড তারকা ক্রিশ্চিয়ান অলিভার। ফেরার পথে বিমান বিগড়ে পড়ে যায় ক্যারিবিয়ান সাগরে। বিমান চালক এবং দুই কন্যার সাথে এই দুর্ঘটনায় প্রাণ হারালেন  ক্রিশ্চিয়ান অলিভার।

গত বছর ইন্ডিয়ানা জোনস সিরিজের সবশেষ পর্ব ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়াল অফ ডেসটিনি’ সিনেমায় কণ্ঠ দিয়েছিলেন ক্রিশ্চিয়ান অলিভার।

অনেকের কাছেই অলিভার অ্যাকশন-কমেডি ঘরানার সিনেমা ’স্পিড রেসার’ তারকা । আবার ১৯৯৫ সালের কমেডি সিনেমা ‘দ্য বেবি সিটার্স ক্লাবে’ -এর কারণে এখনও তাকে মনে রেখেছে ভক্তরা।   

জার্মান টিভি সিরিজ ‘অ্যালার্ম ফার কোবরা ইলেভেন’ তাকে জনপ্রিয় করেছিল। অলিভারের জন্ম হয়েছিল জার্মানিতেই।

৩০ বছরের অভিনয় জীবনে টম ক্রুজ ও জর্জ ক্লুনির সাথে কাজের অভিজ্ঞতাও হয়েছিল এই তারকার।

প্রায় ১০ বছরের সংসার জীবনের ইতি ঘটিয়ে স্ত্রীর সাথে অলিভারের বিচ্ছেদ হয় ২০২১ সালে।

এবার নতুন বছরে  দুই কন্যা – ১২ বছরের আনিক এবং ১০ বছরের মাদিতাকে সাথে করে ছুটি কাটাতে গিয়েছিলেন।  

নতুন বছরের প্রথম দিন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সৈকতের ছবি পোস্ট করে তাতে ভক্তদের জন্য অলিভার লিখেছিলেন, “ভালোবাসাকে রাজত্ব করতে দাও।  ২০২৪ সাল সবার জন্য সেরা হোক এই শুভেচ্ছা রইল। ”

৪ জানুয়ারির পর অলিভারের সেই পোস্টের মন্তব্য ঘরে জমা হচ্ছে ভক্ত ও সহকর্মীদের শোক বার্তা। এই মর্মান্তিক খবরে শোক নেমেছে হলিউড পাড়াতে।

মোটে কয়েকদিন আগে ’ফরেভার হোল্ড ইয়োর পিস’ সিনেমার শেষ দৃশ্যের কাজ শেষ করেছিলেন ক্রিশ্চিয়ান অলিভার। পুরো টিম সিনেমা মুক্তি দিন গুনছে। অলিভার নেই, তবে  পর্দায় এই সিনেমায় শেষ বারের মত অলিভারকে দেখা যাবে।

‘ফরেভার হোল্ড ইয়োর পিস’ সিনেমার পরিচালক নিক লিওন ইনস্টাগ্রামে অলিভারের সাথে শেষ দিনের শুটিংয়ের একটি ছবি পোস্ট করে প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানিয়ে বলেছেন, “বছরের পর বছর আমরা একসঙ্গে একটি ছবি প্রযোজনার কথা বলতাম, অবশেষে তা করেছি। … একজন দুর্দান্ত সহকর্মী, অভিনেতা এবং বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ।”

সহ-অভিনেতা বাই লিংও ইনস্টাগ্রামে অলিভারের  উদ্দেশ্যে লিখেছেন, “একজন সাহসী অভিনেতা এবং একজন সুন্দর ব্যক্তি,” বলে অভিহিত করেছেন।

অলিভারের এই মৃত্যু সংবাদে শোকগ্রস্ত লিং আরও লিখেছেন, “জীবন এত সুন্দর, অথচ এত অপ্রত্যাশিত এবং এত মূল্যবান। চলুন আমরা প্রতি মুহূর্তে আমাদের জীবনকে ভালোবাসি এবং লালন করি।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত