Beta
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

স্বপ্নের উইকেট পেয়ে গেলেন শরিফুল

শরিফুল
[publishpress_authors_box]

পাকিস্তানের জন্য দলের সঙ্গে দেশ ছাড়তে পারেননি শরিফুল ইসলাম। কানাডায় টি-টোয়েন্টি লিগ খেলে ফিরে আসার পর একটু দেরিতেই পাকিস্তান পৌঁছেছেন। ওই সময় মিরপুরে পাকিস্তান সিরিজে নিজের স্বপ্নের উইকেটের কথা বলেছিলেন এই বাঁহাতি পেসার।

বুধবার রাওয়ালপিন্ডিতে সেই স্বপ্ন সত্যি হলো তার। পাকিস্তান ব্যাটার বাবর আজমের উইকেট নিয়েছেন তিনি। মুখোমুখি লড়াইয়ে শরিফুলের সামনে বাবর টিকতে পেরেছেন মাত্র ২ বল। বাবরের উইকেটে নেওয়ার ইচ্ছা দারুণ ভাবে পূর্ণ হলো শরিফুলের।

শরিফুলের স্বপ্ন পূরনের দিনে রাওয়ালপিন্ডিতে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলদেশ। দিনের দ্বিতীয় সেশনে ৮১ রানে তুলে নিয়েছে পাকিস্তানের ৩ উইকেট। সাইয়াম আইয়ুব ৪১ ও সৌদ শাকিল ২৮ রানে অপরাজিত আছেন। শরিফুল ২ ও হাসান মাহমুদ ১ উইকেট নিয়েছেন।

ইনিংসের নবম ওভারের দ্বিতীয় বলে লেগ সাইডে ফ্লিক করেন বাবর। লং লেগ দিয়ে বল বাউন্ডারীতে পাঠাতে চেয়েছিলেন। কিন্তু লিটন দাস নিজের বাম দিকে ঝাঁপিয়ে পড়ে এক হাতে অসাধারণ ক্যাচ নেন। ততক্ষণে ১৬ রানে ৩ উইকেট হারাতে হয় পাকিস্তানকে।

এর আগে ইনিংসের চতুর্থ ওভারে হাসান মাসুদকে গালি দিয়ে কাট শট খেলতে গিয়ে জাকির হাসানের ক্যাচে পরিণত হন ২ রান করা আবদুল্লাহ শফিক। জাকিরের ক্যাচটিও হয় অসাধারণ। বাম দিয়ে দুই হাত বাড়িয়ে উড়ন্ত ক্যাচ নেন বাংলাদেশ ওপেনার।

দুই উইকেটের মাঝে শরিফুল ফিরিয়েছেন শান মাসুদকেও। অবশ্য আম্পায়ার শুরুতে আউট দেননি। রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ। অবশ্য রিপ্লেতে দেখা গিয়েছিল বল ব্যাটে নয় শান মাসুদের প্যাডে লেগেছে।

বৃষ্টির পর পেসারদের জন্য উপযোগী কন্ডিশনে দ্রুত তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। ওই অবস্থা থেকে দলকে টেনে তুলেছেন সাইয়াম আইয়ুব ও সৌদ শাকিল। তাদের ৬৫ রানের জুটিতে বিপদ সামাল দিয়েছে পাকিস্তান।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত