Beta
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
Beta
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

হংকংয়ের বিপক্ষে ড্র করে বাংলাদেশের বিদায়, সঙ্গী ভারতও

Bangladesh football
[publishpress_authors_box]

হংকংয়ের নতুন স্টেডিয়াম, ৫০ হাজার ধারণক্ষমতা। রিয়াল মাদ্রিদের স্টেডিয়ামের মতো ছাদ আটকে প্রতিপক্ষকে ভয় দেখানোর উপলক্ষ্য। বাংলাদেশকে হারাতে কত কিছুর ব্যবস্থা করেছিল হংকং। কিন্তু দিন শেষে নতুন বাংলাদেশ ফুটবলে হাসি দেখেছে। তারা হারেনি। হংকংয়ের মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরছে।

এই ড্রতে এশিয়ান কাপে খেলার স্বপ্ন ভেঙেছে বাংলাদেশের। কারণ অপর ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে ভারত। তাই বাছাই থেকেই বাদ পড়ল ভারত ও বাংলাদেশ। এই ম্যাচে ড্র করায় এশিয়ান কোয়ালিফাইংয়ে সি গ্রুপে চার খেলায় দুই ড্র থেকে চার দলের মধ্যে মাত্র ২ পয়েন্ট নিয়ে চারে আছে বাংলাদেশ। ভারত আছে তিনে।

বাংলাদেশে হোম ম্যাচের মতো অ্যাওয়ে ম্যাচও ছিল নাটকীয়তাময়। হামজা চৌধুরীরা এই ম্যাচেও জ্বলে ওঠেন শেষ ১০ মিনিটে। ওই সময়েই সমতাসূচক গোল পায় বাংলাদেশ। ফাহমিদুল গোলের দারুণ সুযোগ মিস না করলে ম্যাচটি জয় নিয়েই শেষ করা যেতো। তবে রাকিবের গোলে সম্মান নিয়ে দেশে ফেরার পথ তৈরি করা গেছে। ম্যাচে ১০ জনের দলে পরিণত হওয়া হংকংকে দারুণ ভাবে চেপে ধরেছিলেন বাংলাদেশ। কিন্তু শেষ হাসিটা আর এল না।

ম্যাচের ৭৩ মিনিটে দশ জনের দলে পরিণত হয় হংকং। বাংলাদেশ দশ মিনিট পর (৮৩ মিনিট) ম্যাচে সমতা আনে। বদলি ফুটবলার ফয়সাল আহমেদ ফাহিমের ক্রসে ফাহমিদুল দারুণ দক্ষতায় বল বক্সে নামান। রাকিব দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে প্লেসিংয়ে জালে পাঠান। হংকংয়ের গ্যালারী এতে স্তব্ধ হয়।

ম্যাচের বাকি সময় বাংলাদেশ উজ্জ্বীবিত ফুটবল খেলে। চতুর্থ রেফারি ৬ মিনিট সময় দেখান। ঐ সময়ের শেষ সেকেন্ডে বাংলাদেশ লম্বা থ্রো থেকে গোলের মুহুর্ত তৈরি করে। গোলদাতা রাকিব বক্সের উপর ফ্রি অবস্থায় বল পেলেও পোস্টে রাখতে পারেননি। ফলে বাংলাদেশকে এক পয়েন্ট নিয়েই ছাড়তে হয়।

দ্বিতীয়ার্ধে বেশ নিয়ন্ত্রিত ফুটবলই খেলেছে বাংলাদেশ। একাধিক গোলের সুযোগ মিস হয়েছে। ৮৩ মিনিটে ফাহমিদুল গোলের যোগান দিলেও তিনি নিজে দিনের সবচেয়ে সহজ সুযোগ মিস করেছেন। সাদ উদ্দিনের বাড়ানো ক্রস গোলরক্ষককে একা পেয়েও পা লাগাতে পারেননি। তাহলে বাংলাদেশ আরো আগেই ম্যাচে সমতা আনতে পারত।

ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট ৭৩ মিনিটে হংকংয়ের দশ জনের দলে পরিণত হওয়া। সামিত সোমকে ফাউল করে দ্বিতীয় দফা হলুদ কার্ড দেখেন হংকং ফুটবলার। দশ জনের দলের বিরুদ্ধে বাংলাদেশ এক গোল আদায় করে এক পয়েন্ট নিয়ে দেশে ফিরবে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত