বেনাপোল এক্সপ্রেস ট্রেন ঢাকার কমলাপুরে ভেড়ার আগ মুহূর্তে পৌঁছলে এতে আগুন লাগে। ছবি: হারুন অর রশীদবেনাপোল এক্সপ্রেস ট্রেন শুক্রবার রাতে আগুন লাগার খবরে তা নেভাতে ছুটে যায় ফায়ার সার্ভিস। ছবি: হারুন অর রশীদবেনাপোল এক্সপ্রেসের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত বলে রেল পুলিশের ধারণা। ছবি: হারুন অর রশীদবেনাপোল এক্সপ্রেসে আগুন লাগল বিএনপির হরতালের আগের দিন। ছবি: হারুন অর রশীদকমলাপুর রেল স্টেশনে পৌঁছনোর কিছু আগেই গোপীবাগ এলাকায় ট্রেনে আগুন ধরে। ছবি: হারুন অর রশীদট্রেনটি শুক্রবার বেলা ১টায় বেনাপোল থেকে ছেড়ে আসে। সেটি ঢাকায় পৌঁছার কথা রাত ৮টা ৪৫ মিনিটে। এর মধ্যে গোপীবাগে পৌঁছলে আগুন দেওয়া হয়। ছবি: হারুন অর রশীদআগুন লাগানোর খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর সাতটি ইউনিট কাজ শুরু করে। ছবি: হারুন অর রশীদদ্বাদশ সংসদ নির্বাচনের ডামাডোল এবং আইনশৃঙ্খলাবাহিনীর প্রহরার মধ্যেই ঢাকা শহরে ট্রেনে আগুন দেয়ার ঘটনা ঘটল। ছবি: হারুন অর রশীদ৭ জানুয়ারির নির্বাচন প্রত্যাখ্যান করে বিএনপির হরতাল-অবরোধের মধ্যে এর আগেও ট্রেনে আগুন দেওয়া হয়েছিল। এবার হরতালের আগের রাতে এই ঘটনা ঘটল। ছবি: হারুন অর রশীদ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ ঘটনায় চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। ছবি: হারুন অর রশীদ