Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ!

বাংলাদেশ দল
[publishpress_authors_box]

যুক্তরাষ্ট্রকে হোয়াইটওয়াশ করে বিশ্বকাপ প্রস্তুতি নেয়ার ছিল বাংলাদেশের। সিরিজ শুরুর আগে তৃতীয় ম্যাচে বাংলাদেশ কিভাবে ৩-০ তে জিতবে তা নিয়ে আলোচনা করার কথা ছিল। কিন্তু এখন উল্টো বাংলাদেশ কিভাবে ৩-০ তে হার এড়াবে তা ভাবতে হচ্ছে।  

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের চেয়ে ১০ ধাপ পিছিয়ে। এই দলের সঙ্গে টানা দুই ম্যাচ হেরে প্রবল চাপে আছেন নাজমুল হোসেন শান্তরা। এর আগে জিম্বাবুয়ের কাছে ১ ম্যাচের হার মিলিয়ে এই ফরম্যাটে সবশেষ তিন ম্যাচেই হার জুটেছে বাংলাদেশের ভাগ্যে। বিশ্বকাপের ঠিক আগে যা মোটেও আদর্শ প্রস্তুতি নয়।

আজ সিরিজের শেষ ম্যাচে না জিতলে টানা চার ম্যাচে হারের হতাশা নিয়ে ৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে হবে বাংলাদেশকে। এর মাঝে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ আছে নাজমুল শান্তদের। সেখানেও প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র এবং অপর বিপক্ষ ভারত।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ হেরে যাওয়ায় ওই প্রস্তুতি ম্যাচেও চাপে থাকবে বাংলাদেশ। আর ১ জুন নিউ ইয়র্কে ভারতের সঙ্গে জয়ের চিন্তা করা এই সময়ে দুঃস্বপ্ন।

টানা হারের এমন কঠিন অবস্থাতেও মানসিকতায় পরিবর্তন আসেনি বাংলাদেশের। জয়ে ফেরার জন্য মরিয়া মনোভাবটা নেই চন্ডিকা হাথুরুসিংহের মাঝেও। তাই প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচের পরও দলগত প্রস্তুতি রাখেননি এই কোচ। ঐচ্ছিক অনুশীলনে শুক্রবার প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে অনুশীলন করেছেন অল্প কয়েকজন ক্রিকেটার।

সৌম্য সরকার, শরিফুল ইসলাম ও আরও দুজন ক্রিকেটারকে নিয়ে হালকা নেট সেশন করিয়েছেন সহকারী কোচ নিক পোথাস। অথচ এই চাপের মুখে পুরো দল হয়ে একত্রে অনুশীলন করা খুব প্রয়োজন ছিল বাংলাদেশের। কিন্তু বেশিরভাগ সময়ই ম্যাচের পরদিন হাথুরু দলের কোন অনুশীলন রাখেন না। তাই আগের ম্যাচের ভুল নিয়ে হাতে কলমে কাজ করা হয় না ক্রিকেটারদের। সন্ধ্যার টিম মিটিংয়ে কাগজে-কলমের কাজই ভরসা।

এই কাগজ-কলম ও মুখের কথার প্রস্তুতিতেই হাথুরু যুগে যে কোন সিরিজ কাটিয়ে আসছে বাংলাদেশ। তাতে কখনই সাফল্য আসলে বর্তমান গুরুত্বপূর্ণ সময়ে দল চাপে পড়েছে। অবশ্য একটি জয় কিছুটা স্বস্তির বাতাস বাইয়ে দিতে পারে বাংলাদেশ শিবিরে। সেই জয়ের খোঁজেই আজ থাকবেন শান্ত-সাকিবরা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত