Beta
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
Beta
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

১০ উইকেটে জিতে সিরিজ ভারতের

জিম্বাবুয়ের হয়ে একাই লড়েছেন সিকান্দার রাজা। ছবি : ক্রিকইনফো
জিম্বাবুয়ের হয়ে একাই লড়েছেন সিকান্দার রাজা। ছবি : ক্রিকইনফো
[publishpress_authors_box]

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে হারের গ্লানি ভুলে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। পরের তিন ম্যাচে টানা জয়ে সিরিজও নিজেদের করে নিয়েছে। শনিবারের ম্যাচে তাদের জয় ১০ উইকেটের।

শনিবার ভারতের বিপক্ষে সিরিজ প্রথমবার আগে ব্যাট করে জিম্বাবুয়ে। ৭ উইকেট হারিয়ে ১৫২ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। জবাবে দুই ওপেনার জশস্বী জয়সওয়াল ও শুভমান গিলের ব্যাটে ১৫.২ ওভারে ১৫৬ রান করে ভারত।

ম্যাচে জিম্বাবুয়ের শুরুটা বেশ ভালো ছিল। বিনা উইকেটে ৬৩ রান করেছিল তারা ৯ ওভারের মধ্যেই। এই জুটি ভাঙ্গার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। ওয়েসলি মাধেভেরে ২৪ বলে ২৫ ও তাদিওয়ানাশি মারুমানি ৩১ বলে ৩২ রান করেন। ১০ ওভারের পর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ভারতকে ভালো সংগ্রহ দিতে পারেনি জিম্বাবুয়ে। অধিনায়ক সিকান্দার রাজা ২৮ বলে ৩ ছক্কা ও ২ চারে ৪৬ রান করেন।

রান তাড়ায় নেমে ভালো উইকেটে স্বচ্ছন্দে ব্যাটিং করেছেন দুই ওপেনার। জয়সওয়াল ৫৩ বলে ১৩ চার ও ২ ছক্কায় অপরাজিত ছিলেন ৯৩ রানে। সাত রানের জন্য দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি পাননি। এছাড়া শুভমান গিল ৩৯ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৮ রান করেন।

রোববার সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত