Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

১০ রানে অলআউট হয়ে বিশ্বরেকর্ড

mongolia-5
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

মাত্র ১০ রানে অলআউট হওয়ার নতুন ঘটনার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আরেকটি বিশ্বরেকর্ডের জন্ম হলো। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ডে ভাগ বসাল মঙ্গোলিয়া। মাত্র ১০ রানে গুটিয়ে গিয়ে লজ্জায় ডুবেছে দলটি।

গত বছর দ্বীপ দেশ আইল অব ম্যান মাত্র ১০ রানে অলআউট হয়ে বিশ্বরেকর্ড গড়েছিল। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সেই রেকর্ডে নাম জড়ালো মঙ্গোলিয়ার। টি-টোয়ন্টি বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল তারা। এই ম্যাচে মাত্র ১০ রানে শেষ হয়েছে তাদের ইনিংস।

স্পেনের বিপক্ষে আইস অব ম্যান অলআউট হয়েছিল ৮.৪ ওভারে। অন্যদিকে মঙ্গোলিয়া ১০ রানে অলআউট হয়েছে ১০ ওভার ব্যাট করে।

মাত্র ১০ রানে অলআউট হওয়া একটা দলের স্কোরকার্ড কেমন হতে পারে, ধারণা পাওয়া যায়। ০, ১, ০, ১, ২, ০, ০, ১, ২, ০, ১- মঙ্গোলিয়ার ব্যাটারদের রান এগুলো। সর্বোচ্চ ২ রান করেছেন গান্দেমবেরেল গানবোল্ড ও লজাভখলান সুরেনসেতাং। ১০ ওভারের মধ্যে তিনটি ওভার ছিল মেডেন। সিঙ্গাপুর ৯ উইকেটে ম্যাচ জিতেছে ৫ বলে।

সিঙ্গাপুরের বাঙ্গিতে অনুষ্ঠিত ম্যাচে মঙ্গোলিয়ার ১১ ব্যাটার মিলে করেছেন ৮ রান। আর বাকি ২ রান এসেছে ওয়াইড থেকে। ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই যৌথ সর্বনিম্ন স্কোর।

অবশ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর চেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড আছে। সেটি মেয়েদের ক্রিকেটে। মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের রেকর্ড ৬। ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে মালদ্বীপ আর একই বছর রুয়ান্ডার সঙ্গে মালি অলআউট হয়েছিল ৬ রানে।

মঙ্গোলিয়ার বিপক্ষে ৪ ওভারে ৩ রানে ৬ উইকেট নিয়েছেন সিঙ্গাপুরের ১৭ বছর বয়সী লেগ স্পিনার হার্শা ভরদ্বাজ। ছেলেদের আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এটি দ্বিতীয় সেরা বোলিং।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত