বিপিএল শুরু হবে আর তা নিয়ে নাটকীয় কিছু হবে না, তা হয় নাকি! বরাবরের মতো নাটকীয়তা সামনে চলে এল বিপিএলে। ১১তম আসরের প্লেয়ার্স ড্রাফটের আগের রাতে ক্রিকেটার কেড়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলস ঢাকা ক্যাপিটালসে নাম লিখিয়ে হয়ে গেলেন রংপুর রাইডার্সের।
গত সপ্তাহে ঢাকা “হেলস একজন ঢাকাইয়া” লিখে তাদের ভেরিফাইড ফেসবুকে পেজে পোস্ট দিয়েছে। দুই দিন পর তারাই জানায় বিবাহের ব্যস্ততায় হেলস এবার বিপিএল খেলবে না। সেই হেলসকে রাইডার ঘোষণা করে রংপুর রাইডার্স রবিবার রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেয়। তার মানে ইংলিশ তারকা ওপেনার ঢাকা নয় রংপুরের হয়েই খেলবেন।
এর আগেও এমন ক্রিকেটার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছিল। পাকিস্তান থেকে খুলনা টাইগার্সের হয়ে খেলার জন্য বাংলাদেশের বিমানে চড়েছিলেন নাসিম শাহ। কিন্তু বাংলাদেশে পা রেখে তিনি হয়ে যান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলার।
হেলসের ঘটনা ছাড়াও আরও একটি নাটক আছে। রোববার বিসিবির পাঠানো লোকাল ক্রিকেটার লিস্টে রাজশাহীর দলে তরুণ ওপেনার জিসান আলমের নাম ছিল। কিন্তু সোমবার বিসিবির পাঠানো আপডেট লিস্টে জিসানের নাম কাটা পড়েছে।
দল গোছানোয় এগিয়ে আছে চার দল – বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স। সব দলই তিনজন করে ক্রিকেটার ঠিক করে ফেলেছে। বরিশাল গত আসরের দুজন তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে ধরে রেখেছে, এছাড়া নতুন নিয়েছে তাওহিদ হৃদয়কে। তিনজনই এ ক্যাটাগরি অর্থাৎ ৬০ লাখের ক্রিকেটার।
রংপুর বি ক্যাটাগরি অর্থাৎ ৪০ লাখের নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসানকে ধরে রেখেছে আর ২৫ লাখের (সি ক্যাটাগরি) সাইফউদ্দিনকে নিয়েছে নতুন করে। সিলেট গতবারের তানজিম সাকিব ও জাকির হাসানকে ধরে রেখেছে। এ দুজন যথাক্রমে বি ও সি ক্যাটাগরির। নতুন নিয়েছে বি ক্যাটাগরির জাকের আলিকে।
খুলনা টাইগার্স ধরে রেখেছে বি ক্যাটাগরির আফিফ হোসেন ও সি ক্যাটাগরির নাসুম আহমেদকে। এ ক্যাটাগরি থেকে তাদের নতুন চুক্তি মেহেদি হাসান মিরাজ। নতুন তিন দলের মধ্যে চিটাগং কিংস এ ক্যাটাগরি থেকে সাকিব আল হাসান ও শরিফুল ইসলামকে নিয়েছে। ক্রিকেটার হারানো ঢাকা ক্যাপিটালস এ ক্যাটাগরি থেকে মোস্তাফিজুর রহমান ও বি ক্যাটাগরি থেকে তানজিদ হাসান তামিমকে নিয়েছে। আর দুর্বার রাজশাহী বি ক্যাটাগরি থেকে এনামুল হক বিজয়কে নিয়েছে।
লোকাল ক্রিকেটার কম নিলেও বিদেশী সাইনিংয়ে সবচেয়ে এগিয়ে চিটাগং কিংস। ইতিমধ্যে ৬ ক্রিকেটারকে সরাসরি নিয়েছে তারা। মঈন আলি, উসমান খান, হায়দার আলি, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মোহাম্মদ ওয়াসিম জুনি. ও বিনুরা ফার্নান্দো। রংপুর হেলসকে ছাড়াও বিদেশী হিসেবে সরাসরি চুক্তি করেছে পাকিস্তানি খুশদিল শাহয়ের সঙ্গে।
ক্রিকেটার হারানো ঢাকা তাদের পেজে ছবি দিয়ে বিদেশী সরাসরি চুক্তি হিসেবে জনসন চার্লস, আমির হামজা, শাহনাওয়াজ দাহানি, থিসারা পেরেরা ও স্টেফেন এসকিনাজিকে নিয়েছে। সিলেট সরাসরি চুক্তিতে নিয়ে পল স্টারলিং ও জর্জ মুনসেকে।
ফরচুন বরিশাল বিদেশি হিসেবে সরাসরি দলে নিয়েছে গতবারের তারকা ক্রিকেটার কাইল মায়ার্সকে। অবশ্য মায়ার্স পুরো মৌসুম থাকছেন না। এছাড়া মোহাম্মদ নবি, ডেভিড মালান ও ফাহিম আশরাফ আছে এই দলে। খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহীর কোন দলের এখনও বিদেশি ক্রিকেটার নেওয়ার খবর আসেনি।