স্থানীয় সরকারের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে।
ভোটগ্রহণ চলবে একটানা সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ২১ উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম), এবং বাকি উপজেলায় ভোট হবে ব্যালটে।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম এ তফসিল ঘোষণা করেন।
কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন ঘোষিত এ তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম জমার শেষ তারিখ ২ মে, মনোনয়ন যাচাই-বাছাই ৫ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬-৮ মে। আপিল নিষ্পত্তি হবে ৯-১১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট ২৯ মে।
এবার চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচন করার সিদ্ধান্ত আগেই জানিয়েছে কমিশন। সে অনুযায়ী আগামী ৮ মে দেশের ১৫০ উপজেলায় জনপ্রতিনিধি নির্বাচনে ভোট হবে। সেখানে তিন পদে ভোটে লড়ছেন দুই হাজারের কাছাকাছি প্রার্থী।
এই ভোটে কোনও প্রার্থীকে দলীয় প্রতীক দেওয়া হবে না বলে আগেই জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
অন্যদিকে এই সরকারের অধীনে কোনও নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে এখনও অটল বিএনপি। উপজেলায় ভোটে অংশ না নেওয়ার কথাও জানিয়েছে দলটি। ফলে ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনেকটা নির্দলীয় প্রতীকেই অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অপহরণ : প্রার্থী বৈধ হলে আসবে ইসির আওতায়
গত ১৫ এপ্রিল পাঁচ ঘণ্টার ব্যবধানে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে ইচ্ছুক দেলোয়ার হোসেন ও তার ভাইসহ তিনজনকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সম্ভাব্য প্রার্থী লুৎফুল হাবীবকে দায়ী করা হচ্ছে।
এ বিষয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করলে ইসি সচিব সাংবাদিকদের জানান, প্রার্থী বৈধ হলে বিষয়টি কমিশনের আওতায় আসবে। তার মতে বিষয়টি ফৌজদারি অপরাধ।
জাহাংগীর আলম বলেন, “এ বিষয়গুলো পত্রিকায় এসেছে। সকালে কমিশন অনআনুষ্ঠানিক বৈঠক করেছে। সিদ্ধান্তগুলো ইতিমধ্যে বাস্তবায়ন শুরু করেছি।”
নাটোরের ঘটনাকে ফৌজদারি অপরাধ উল্লেখ করে জাহাংগীর আলম বলেন, “ফৌজদারি অপরাধের বিষয়ে ওখানকার আইন-শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। ভিকটিমকে উদ্ধার করেছে। দুজনকে ইতিমধ্যে আটক করেছে। একজন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। ক্রিমিনাল অফেন্সের বিষয়টি বলা যেতে পারে সম্পূর্ণরূপে বাস্তবায়ন হচ্ছে।
“নির্বাচন সংক্রান্ত বিষয়টি নিয়ে আইনগত বিষয়টি দেখতে হবে। উনি মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ হলে তখন সে হবে নির্বাচন কমিশনের আওতায়। তারপর তার ওপর নির্বাচন কমিশনের নির্বাচন সংক্রান্ত আইন-কানুন পরিলক্ষিত হবে।”
অপহরণের ঘটনায় লুৎফুল হাবীব উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকের শ্যালক।