Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

১২ বছর পর দেশের মাঠে সিরিজ হার ভারতের

ভারতের মাটিতে নিউজিল্যান্ডের সিরিজ জয়ের আনন্দ। ছবি: এক্স
ভারতের মাটিতে নিউজিল্যান্ডের সিরিজ জয়ের আনন্দ। ছবি: এক্স
[publishpress_authors_box]

দেশের মাটিতে দুর্দান্ত পারফরম্যান্স, এবার তাহলে বিদেশের মাটিতে সাফল্য খোঁজা যাক- কয়েক বছর আগে ভারতীয় ক্রিকেটের দৃষ্টিভঙ্গি ছিল এমন। শুধু ভারত কেন, প্রায় সব দেশই নিজেদের কন্ডিশনের ফায়দা তুলে সাফল্যের আলোর ভাসছে। বিদেশেই তো আসল পরীক্ষা! এই পরীক্ষাতেও সাফল্য আসছে ভারতের। ওদিকে দেশের মাঠে প্রতিপক্ষের ওপর ছড়ি ঘুরিয়ে টেস্টে হারতেই ভুলতে বসেছিল তারা।

‘ভুলতে বসা’ স্মৃতি এবার টাটকা হয়ে ধরা দিল। ঘরের মাঠে হারের তিক্ততা কেমন, তাদের মনে করিয়ে দিল নিউজিল্যান্ড। নজরকাড়া পারফরম্যান্সে তিন দিনে পুনে টেস্ট ১১৩ রানে জিতেছে কিউইরা। তাতে ১২ বছর পর দেশের মাটিতে প্রথমবার হারের মুখ দেখল ভারত। সবশেষ ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে টেস্ট সিরিজ হেরেছিল ভারত। সেবার ইংলিশরা চার টেস্টের সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে।

আর এবার তিন টেস্টের প্রথম দুটি জিতে নিয়ে এক ম্যাচ আগেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল নিউজল্যান্ড। বেঙ্গালুরুর প্রথম টেস্ট সফরকারীরা জিতেছিল ৮ উইকেটে।

পুনে টেস্টের দ্বিতীয় দিনেই হারের শঙ্কা জেগেছিল ভারতের। নিউজিল্যান্ড ৩০০ ছাড়ানো লিড নিয়ে শেষ করেছিল দ্বিতীয় দিনের খেলা। তৃতীয় দিনে কিউইরা দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে অলআউট হলে ভারতের লক্ষ্য ঠিক হয় ৩৫৯ রানের। পুনের উইকেটে ব্যাটাররা যেভাবে সংগ্রাম করেছেন তাতে এই লক্ষ্য রীতিমতো পাহাড় টপকানোর মতো ব্যাপার হয়ে দাঁড়ায় ভারতের জন্য। কাছাকাছিও যেতে পারেনি রোহিত শর্মারা। দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ২৪৫ রানে।

কিউইদের জয়ের নায়ক মিচেল স্যান্টনার। ম্যাচসেরার পুরস্কার জেতা এই স্পিনার পেয়েছেন ১৩ উইকেট- প্রথম ইনিংসে ৭ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে শিকার ৬টি। তার ঘূর্ণি জাদু শুরুর আগে ব্যাটে ঝড় তুলেছিলেন যশস্বী জয়সওয়াল ও শুবমান গিল। তাদের ঝড়ো ব্যাটে দ্রুত রান ওঠে ভারতের।

টেস্ট ক্রিকেটে সময় ভালো যাচ্ছে না বিরাট কোহলির। ছবি: এক্স

২৩ রান করা গিলের বিদায়ের পরও আগ্রাসী ছিলেন জয়সওয়াল। তবে স্যান্টনারের বল তার ব্যাটের কানায় লেগে স্লিপে ড্যারেল মিচেলের তালুবন্দি হওয়ার পর ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন-আপ। জয়সওয়াল ৬৫ বলে ৯ বাউন্ডারি ও ৬ ছক্কায় খেলেন ৭৭ রানের ইনিংস।

রানআউট হয়ে ঋষভ পন্ত ফেরেন শূন্য রানে। ২৩ রান করে ফেরেন কোহলি। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে ছয় নম্বরে নামা ওয়াশিংটন সুন্দর আউট ২১ রানে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ সরফরাজ খান (৯)। দলীয় সর্বোচ্চ ৪২ রান আসে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে।

দ্বিতীয় ইনিংসে স্যান্টনার ১০৪ রান দিয়ে নেন ৬ উইকেট। ২ উইকেট পেয়েছেন আরেক স্পিনার আজাজ প্যাটেল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত