ব্যাটিং হতাশার গল্প বাংলাদেশের ক্রিকেটের বইয়ে শত পাতা ভরিয়ে দিবে। সেই বইয়ের গল্প তালিকায় ১৫-২০ রানের আক্ষেপের পুনরাবৃত্তি অনেক। বারবার ওই কিছু রান কম হওয়ার হতাশায় অনেক ম্যাচ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। দলটির ব্যাটিং কোচ ডেভিড হেম্প তা বোঝেন। ওই আক্ষেপে তিনি আর পড়তে চান না।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো সুপার এইটে পা রেখেছে বাংলাদেশ। এই সাফল্যে বড় দাগ হয়ে আছে টপঅর্ডার ব্যাটিং। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে ব্যাটিং কোচ হেম্প স্বীকার করেছেন তা। সঠিক সময়ে ব্যাটাররা সঠিক সিদ্ধান্তটা নিতে পারছেন না বলেই একই ভুল বারবার হচ্ছে বলে মনে করেন হেম্প।
গ্রুপ পর্ব ব্যাটিং বিবেচনায় বাংলাদেশের ভালো ম্যাচ ছিল নেদারল্যান্ডসের বিপক্ষে। ওই ম্যাচেও ১৫-২০ রান কম হয়েছে বলে মনে করেন হেম্প, “এই বিশ্বকাপের উইকেটগুলো ২০০ রান করার উপযোগী না। এক্ষেত্রে আমাদের পিচ, কন্ডিশন ও পরিস্থিতি বিবেচনা করে যথেষ্ট স্মার্ট ব্যাটিং করতে হবে। আগে ব্যাট করলে অবশ্যই নিশ্চিত করতে হবে যেন আমরা ১৫-২০ রানের আক্ষেপে না থাকি।”
আরও পরিষ্কার করে হেম্প বলেছেন, “আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে সবচেয়ে বেশি রান পেয়েছি। সাকিবের ইনিংসের জন্য আমাদের ১৮০ রান করা উচিত ছিল। এখানেই পার্থক্যটা। ওই ম্যাচে সুযোগ থাকার পরও আমরা ২০ রানের মতো কম করেছি। এর পুনরাবৃত্তি যেন না হয় আমাদের এটা নিশ্চিত করতে হবে।”