Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

ছেলে না মেয়ে : বিতর্ক নিয়েই পদক টিন-খেলিফের

টচ
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

বক্সিং নিয়ে বিতর্কই চলছে অলিম্পিকে। মেয়েদের ৫৭ কেজি ওজনশ্রেণীর কোয়ার্টার ফাইনালে সভেৎলেনা স্তানেভাকে হারিয়ে পদক নিশ্চিত করেছেন তাইওয়ানের লিন ইয়ুং টিন। কিন্তু তিনি ছেলে না মেয়ে-সেই বিতর্কই শেষ হয়নি এখনও!

গত বছর বক্সিংয়ের বিশ্বচ্যাম্পিয়নশিপে অংশ নিতে দেওয়া হয়নি তাকে। আন্তর্জাতিক বক্সিং ফেডারেশন লিঙ্গ পরীক্ষার হরমোনের মাত্রা নিয়ে ধোঁয়াশা থাকায় খেলতে দেয়নি আলজেরিয়ার ইমানে খেলিফকেও। জানা গিয়েছিল তাদের শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ বেশি।  তবে এবার অলিম্পিকে তাদের অংশ নিতে বাধা দেয়নি আন্তর্জাতিক বক্সিং ফেডারেশন। তাই তৈরি হয়েছে বিতর্ক।

ইমানে খেলিফ।

টিনের পাশাপাশি পদক নিশ্চিত করেছেন খেলিফও। ৬৬ কেজি বিভাগে সেমিফাইনালে উঠলেন তিনি। হারলেও পাবেন পদক। কোয়ার্টার ফাইনালে হাঙ্গেরির অ্যানা হামোরিকে হারিয়ে দেন খেলিফ।

বিতর্ক চলছে ছেলেদের ৭১ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে ভারতীয় বক্সার নিশান্ত দেবের হার নিয়ে। মেক্সিকোর ভার্দের কাছে ১-৪ ব্যবধানে হেরে গেছেন নিশান্ত। এটাই মানতে পারছেন না ভারতীয়রা। তাদের অভিযোগ জালিয়াতি করে ভারতের পদক কেড়ে নেওয়া হয়েছে।

ভারতীয় বক্সার নিশান্ত দেব।

অলিম্পিকে পদকজয়ী ভারতীয় বক্সার বিজেন্দ্র সিং নিজের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কারণ প্রথম দুই রাউন্ডে ভার্দের চেয়ে অনেক ভাল খেলেছিলেন নিশান্ত। তৃতীয় রাউন্ডেও লড়াই হয়েছে সমান তালে।

এরপরও তার হারটা মানতে পারছেন না ২০০৮ অলিম্পিকে পদক জেতা বিজেন্দ্র, ‘‘জানি না কী ভাবে পয়েন্ট দেওয়া হচ্ছে অলিাম্পিকে। দুজনের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। নিশান্ত দুর্দান্ত লড়াই করেছে।’’

 নিশান্তকে হারতে দেখে বিস্মিত অভিনেতা রণদীপ হুডার দাবি জালিয়াতি করা হয়েছে ভারতের সঙ্গে, ‘‘ম্যাচটা নিশান্তই জিতেছে। পয়েন্ট দেওয়ার পদ্ধতিটা কী? ওর পদকটা ছিনতাই করে নেওয়া হল। খুবই হতাশার।’’

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত