Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

২০২৭ বিশ্বকাপের বছরে এশিয়া কাপ বাংলাদেশে

২০১২ সালে প্রথমবার ফাইনালে পাকিস্তানের কাছে কান্নাভেজা হার হজম করে বাংলাদেশ। ছবি : ক্রিকইনফো
২০১২ সালে প্রথমবার ফাইনালে পাকিস্তানের কাছে কান্নাভেজা হার হজম করে বাংলাদেশ। ছবি : ক্রিকইনফো
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

আইসিসির পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। গত কয়েক বছর ধরেই বিশ্বকাপের ফরম্যাটের সঙ্গে মিল রেখে এশিয়া কাপ আয়োজন করে আসছে এসিসি।

২০২৭ সালেও এর ব্যাতিক্রম হচ্ছে না। ওয়ানডে ফরম্যাটেই হবে সে বছরের এশিয়া কাপ এবং টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ। ওয়ানডে বিশ্বকাপে পা রাখার আগে নিজ দেশে বড় টুর্নামেন্টে ভালো প্রস্তুতির সুযোগ পাচ্ছেন লিটন-শান্তরা।

২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত নিজেদের বিভিন্ন টুর্নামেন্টের স্পন্সর চেয়ে দরপত্র আহবান করেছে এসিসি। সেখানেই বলা হয়েছে ২০২৭ আসর হতে যাচ্ছে বাংলাদেশে। এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বা বিসিবি এখনও ঘোষণা না দিলেও সামনের দুই এশিয়া কাপের আয়োজন চূড়ান্ত হয়ে গেছে প্রায়।

২০১৬ এশিয়া কাপে রানার্সআপ বাংলাদেশের হয়ে ১৭৬ রান করে সর্বোচ্চ স্কোরার হন সাব্বির। ছবি : ক্রিকইনফো

২০২৭ সালে বাংলাদেশে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপের আগের আসর (২০২৫) এ টুর্নামেন্টটি হবে ভারতে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতের আসরটি হবে ছোট ফরম্যাটে।

এশিয়া কাপের নিয়মমতো মূল আসরে সরাসরি খেলবে টেস্ট খেলুড়ে পাঁচ দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আর ষষ্ঠ দল উঠে আসবে এশিয়ান অঞ্চলের বাছাইপর্ব থেকে। গতবার এই যোগ্যতায় এশিয়া কাপ খেলেছিলো নেপাল।  

এখন পর্যন্ত মোট পাঁচবার এশিয়া কাপের আয়োজক ছিল বাংলাদেশ। সর্বপ্রথম ১৯৮৮ সালে আয়োজনের পর ২০০০ সালে স্বাগতিক ছিল টাইগাররা। পরে ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত টানা তিনবার এশিয়া কাপ হয়েছে বাংলাদেশে। এই তিনবারের মধ্যে দুবার বাংলাদেশ ফাইনাল খেলে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত