কোন ক্লান্তি নেই। বাউন্সারে পুল করছেন। অফস্টাম্পের বাইরের বল ছেড়েও দিচ্ছেন। এভাবেই প্রখর চতুর্বেদী খেললেন ৬৩৮ বল। ১০০’র বেশি ওভার ব্যাট করেছেন একাই! অনূর্ধ্ব-১৯ কোচ বিহার ট্রফি ফাইনালে ইতিহাস হল তাতে।
ভারতের ঘরোয়া এই টুর্নামেন্টের ফাইনালে কোনো ব্যাটার কখনও ৪০০ রানের ইনিংস খেলেননি। কর্ণাটকের ব্যাটার প্রখর অপরাজিত ছিলেন ৪০৪ রানে। ৪৬টি বাউন্ডারি আর ৩ ছক্কায় সাজানো ছিল ইনিংসটি। অথচ এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের স্কোয়াডে সুযোগ পাননি তিনি। নির্বাচকদের দিলেন সেই উপেক্ষার জবাব।
রবিবার ২৫৬ রানে অপরাজিত ছিলেন প্রখর। সোমবার একের পর এক রেকর্ড ভেঙে ৪০৪ রান করেন এই তরুণ। ১৯৯৯ সালের ডিসেম্বর মহেন্দ্র সিং ধোনির বিহারের বিপক্ষে জামশেদপুরের হয়ে ৩৫৮ রান করেছিলেন যুবরাজ। অনূর্ধ্ব-১৯ দলের সেই ম্যাচের মুহূর্ত দেখানো হয়েছে ‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমাতেও। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন প্রখর।
প্রখরের ব্যাটে ভর করে মুম্বাইয়ের বিপক্ষে ৮ উইকেটে ৮৯০ রানের পাহাড় গড়ে কর্ণাটক। শুরুতে ব্যাট করে মুম্বাই পেয়েছিল ৩৮০ রানের পুঁজি। প্রথম ইনিংসে লিডের কারণে সোমবার চ্যাম্পিয়নও হয় কর্ণাটক।
এই ম্যাচটা খেলেছেন ভারতীয় কিংবদন্তি ও জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের ছেলে সমিত দ্রাবিড়। ৪৬ বলে ২২ রান করেছেন সামিট।