কদিন আগে টেস্টকে বিদায় বলেছেন ডিন এলগার। তার পথ ধরে আজ এই ফরম্যাট থেকে অবসর নিলেন আরেক দক্ষিণ আফ্রিকান ব্যাটার হাইনরিখ ক্লাসেন। অথচ টেস্ট তার সবচেয়ে প্রিয় ফরম্যাট। কারণটা সরাসরি বলেননি। তবে টি-টোয়েন্টি একাধিক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি থাকাতেই হয়তো প্রিয় এই ফরম্যাট ছাড়লেন মাত্র ৪ টেস্ট খেলেই।
আজ এক বিবৃতিতে টেস্ট থেকে সরে দাড়ানোর ঘোষণা দিলেন ৩২ বছরের ক্লাসেন, ‘‘সঠিক সিদ্ধান্ত নিচ্ছি কি না, সেটা ভেবে নির্ঘুম কয়েকটা রাত কাটিয়েছে। ভাবার পরই আমি লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেটে বেশ বড় ব্যবধানে এটি আমার সবচেয়ে প্রিয় ফরম্যাট, তাই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল।’’
ক্লাসেনের টেস্ট অভিষেক ২০১৯ সালে। গত পাঁচ বছরে খেলেছেন মাত্র ৪টি টেস্ট। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১২টি সেঞ্চুরি থাকলেও টেস্টে কোন ফিফটি নেই ক্লাসেনের। সুযোগ পাননি সর্বশেষ ভারতের বিপক্ষে সিরিজে। তবে টেস্টের দলে ক্লাসেন ভালোভাবেই আছেন বলে জানিয়েছিলেন শুকরি কনরাড।
এ বছরের পরের দিকে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজে ক্লাসেন খেলতে পারেন, এমন আভাসও দিয়েছিলেন কনরাড। তবে আইপিএল, দ্য হান্ড্রেড, মেজর লিগ ক্রিকেটে চুক্তি থাকায় টেস্ট ছাড়ারই সিদ্ধান্ত নিলেন ক্লাসেন, ‘‘দারুণ একটি ভ্রমণ ছিল। দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আনন্দিত আমি। আমি যা পেয়েছি, এর মধ্যে সবচেয়ে মূল্যবান ব্যাগি টেস্ট ক্যাপটিই।’’