কুরাসাও দেশটাই অপিরিচিত অনেকের কাছে। গত বছর সেই দেশের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলেছিল আর্জেন্টিনা। প্রত্যাশামতো ৭-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা।
কুরাসাও গোলরক্ষক এলয় রুম দারুণ কিছু সেভ না করলে ব্যবধান বাড়তে পারত আরও। অথচ ম্যাচ শেষে সেই গোলরক্ষকের জার্সি চেয়েছিলেন মেসি! এর কারণটা বুঝতে পারছিলেন না রুমও।
‘ভোটবালজোন’কে কুরাসাও গোলরক্ষক জানালেন,‘‘আমার দলের সবাই বলাবলি করছিল ম্যাচ শেষে মেসির জার্সি চাইবে। আমার অধিনায়কও তাই বলেছিল। তখন ঠিক করি, আর্জেন্টিনার গোলরক্ষক মার্তিনেজের জার্সি চাইব আমি। মার্তিনেজও তো বিশ্বসেরা।’’
বিরতির সময় রুম মত বদলে চান মেসির জার্সি, ‘‘বিরতিতে মাঠ ছাড়ার সময় ভাবলাম মেসিকে বলেই দেখি না। জার্সি চাইতে ও বলল, ম্যাচ শেষে দেখা করার কথা। আমার ধারণা হয়েছিল কুরাসাওয়ের সব খেলোয়াড়ই হয়ত মেসির কাছে জার্সি চেয়েছে, আর সবাইকে ম্যাচ শেষে দেখা করতে বলেছে ও।’’
ম্যাচ শেষে রুম ছিলেন মেসির কাছেই। জার্সি চাইতেই দিয়ে দেন মেসি। এরপর মেসি বলে বসেন, ‘‘তুমি খুব ভালো সেভ করেছো। আমি কি তোমার জার্সিটা পেতে পারি।’’ কথাটা শুনে থমকে যান রুম। মেসির মত কিংবদন্তি কি করবে তার মত অখ্যাত কারও জার্সি নিয়ে?
এসব ভাবতে ভাবতেই জার্সিটা দিয়ে দেন রুম। পরে বুঝতে পারেন এর কারণটা। সেটাই বললেন সাক্ষাৎকারে, ‘‘মেসি তার অর্জনের অনেক স্মারক রেখেছে নিজের সংগ্রহশালায়। সেই ম্যাচে আন্তর্জাতিক ১০০তম গোল করেছিল ও। সেই স্মৃতি ধরে রাখতে হয়তো চেয়েছিল আমার জার্সি।’’