কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে হাতবোমা, বন্দুক ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম সৈয়দুল আমিন (২৪)। তিনি উখিয়ার ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এল-১৮ ব্লকের বাসিন্দা।
ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএনের দাবি, গ্রেপ্তার আমিন রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী আরসার শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।
৮-এপিবিএনের অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. আমির জাফর জানান, বিশেষ খবরের ভিত্তিতে সোমবার মধ্যরাতে পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-১৭ ব্লকে এ অভিযান চালানো হয়। খবর ছিল যে সেখানে আরসার কিছু সদস্য সশস্ত্র অবস্থায় অবস্থান করছে।
এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে কয়েকজন সন্দেহজনক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে একজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়। পরে তার কাছে থাকা ব্যাগ থেকে একটি বন্দুক, চারটি কার্তুজ ও একটি হ্যান্ডগ্রেনেড উদ্ধার করা হয়।
আমির জাফর বলেন, “গ্রেপ্তার সৈয়দুল আমিন সশস্ত্র সংগঠন আরসার সক্রিয় শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে সাতটি হত্যাসহ নানা অভিযোগে উখিয়া থানায় নয়টি মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।”
তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলেও জানিয়েছে এপিবিএন।