কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের রোহিঙ্গা বিদ্রোহীদের দুই সংগঠন আরসা ও আরএসওর মধ্যে গোলাগুলিতে এক নৈশ প্রহরী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই নৈশ প্রহরী।
সোমবার রাত আড়াইটার দিকে পালংখালি ইউনিয়নের হাকিমপাড়া ১৪ নম্বর ক্যাম্পের ই-৩ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এডিআইজি মো. আমির জাফর।
তিনি বলেন, রোহিঙ্গা সন্ত্রাসীদের সংগঠন আরসা এবং আরএসও’র মধ্যে আধিপত্য বিস্তারের জেরে এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহত ব্যক্তির নাম মো. সলিম (৩০)। তিনি উখিয়ার ১৪ নম্বর হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্পের ই-৩ ব্লকের মো. মকবুলের ছেলে।
আহত দুই প্রহরী হলেন, একই ক্যাম্পের মো. আলমের ছেলে মো. ইউনুস এবং আরিফ উল্লাহর ছেলে সবি উল্লাহ।
মো. আমির জাফর বলেন, গতরাতে ১৪ নম্বর ক্যাম্পের ই-৩ ব্লকের বালুর মাঠ এলাকায় আরসা ও আরএসওর সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে এপিবিএনের একটি দল সেখানে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একজনকে মৃত এবং দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
আহতদের উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
আমির জাফর বলেন, “পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গাদের দুই সন্ত্রাসী দলের মধ্যে সংঘর্ষে এ খুনের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।”
মো. সলিমের লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।