কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীর গুলিতে একজন নিহত হয়েছেন।
পুলিশ বলছে, ক্যাম্পের বি-৬ ব্লকে শুক্রবার ভোর ৫টার দিকে সন্ত্রাসী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্যরা এ হামলা চালায়।
নিহত মো. ইসমাইল ক্যাম্পের ইলিয়াসের ছেলে।
উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, আরএসওর ৮-১০ জনের একটি দল ঘরে ঢুকে ইসমাইলকে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।