Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫
Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫

ডেঙ্গুতে ১০ মৃত্যু জানুয়ারিতে

dengue2
[publishpress_authors_box]

বিশেষজ্ঞরা গত ডিসেম্বরেই জানিয়েছিলেন ডেঙ্গু কমে আসবে। তার সত্যতা মিলেছে জানুয়ারির শেষে। জানুয়ারি শুরু হয় ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মৃত্যুহীন দিনের মধ্য দিয়ে। মাসের দ্বিতীয় এবং তৃতীয় দিনও তাই ছিল।

জানুয়ারি মাস শেষে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ মাসে মোট মৃত্যু হয়েছে ১০ জনের। আর রোগী শনাক্ত হয়েছে এক হাজার ১৭০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, ৩১ জানুয়ারি সকাল ৮টা থেকে ১ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত ৯ জনের ডেঙ্গু ধরা পড়েছে। এ সময়ে এ রোগে কারও মৃত্যু হয়নি।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৯ জনকে নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এক হাজার ১৭০ জনের। এ রাগে চলতি বছরের প্রথম মাসে মোট মারা গেছে ১০ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এক হাজার ২৯ জন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

যে ১০ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার ছয় জন। বাকিদের মধ্যে চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ময়মনসিংহ বিভাগের আছে একজন করে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত